Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সুনামগঞ্জের বন্যার্থদের সাহায্যার্থে এগিয়ে এসেছে ছাতক উপজেলার ফারুক আহম্মেদ কল্যান ট্রাষ্ট ও সুনামগঞ্জ জেলা পুলিশ ও অনির্বান লাইব্রেরী

স্টাফ রিপোর্টার ॥ সুনামগঞ্জের বন্যার্থদের সাহায্যার্থে এগিয়ে এসেছে ছাতক উপজেলার ফারুক আহম্মেদ কল্যান ট্রাষ্ট ও সুনামগঞ্জ জেলা পুলিশ। এ ট্রাষ্ট্রের উদ্যোগে এবং খুলনার পাইকগাছা উপজেলার দেশের বৃহত্তম গ্রামীন লাইব্রেরী অনির্বাণ লাইব্রেরী অয়োজনে গত শুক্রবার ৩৭৫ জন বন্যার্থদের মাঝে ত্রান তুলে দেয়া হয়। ত্রান হিসেবে চাল, আটা, ময়দা, তেল, ডাল, পিয়াজ সহ নিত্য প্রয়োজনীয় ১৭ কেজি ওজনের প্যাকেট দেয়া হয়। উদ্যোক্তারা জানান, পর্যায়ক্রমে দুই হাজার জনকে এ সাহায্য দেয়া হবে। এ উপলক্ষে গত শুক্রবার সুনামগঞ্জের ছাতক উপজেলার শাহ সুফী মোজাম্মল আলী(রঃ)দাখিল মাদ্রাসা প্রঙ্গনে ফারুক আহম্মেদ কল্যাণ ট্রাষ্টের অন্যতম পরিচালক ও যুক্তরাজ্যের ওয়েলস বিবিসি সেলিব্রেটি শেফ আবুল হোসেনের সভাপতিত্বে অয়োজিত অনুষ্টানে বণ্যার্থদের হাতে ত্রান তুলে দেয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতকÑদোয়ারা বাজার সার্কেলের সার্কেল এএসপি মোঃ বিল্লাল হোসেন, ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও অনর্বিান লাইব্রেরীর উপদেষ্টা মোহাম্মদ নাহিজ, দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস সম্পাদক ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ ফজলুর রহমান, মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি হাজী মোঃ মানিক মিয়া, ইংল্যান্ড প্রবাসী আলহাজ্ব আব্দুল জলিল, ও ঢাকা সুপ্রিম কোর্টোর আইনজীবি আব্দুল্লাহ আল সাকিব প্রমূখ। সভায় বক্তারা বলেন, ফারুক আহম্মেদ কল্যাণ ট্রাষ্ট এবং সুনামগঞ্জ জেলা পুলিশের সহায়তায় ও অনির্বান লাইব্রেরীর অয়োজনে যে ত্রান কার্যক্রম পরিচালিত হচ্ছে তা দিয়ে বণ্যার্থদের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হবে। উল্লেখ্য, অনর্বিান লাইব্রেরীর প্রতিষ্ঠাতা ও বালাদেশ পুলিশের ডিআইজি জয়দেব কুমার ভদ্র ও বৃটেনের সেলিব্রেটি শেফ সুনামগঞ্জের ছাতক উপজেলার ফারুক আহম্মেদ কল্যাণ ট্রাষ্টের প্রতিষ্টাতা মোঃ আবুল হোসেনের উদ্যোগে পরিচালিত এ ত্রান কার্যক্রম বণ্যা পরিস্তিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। বৃহত্তর সিলেটের বণ্যা পরিস্তিতির অবনতি হলে অনির্বান লাইব্রেরী বণ্যার্থদের সাহায্যে এগিয়ে আসে। ইতিমধ্যে অনির্বানের প্রতিষ্টাতা জয়দেব কুমার ভদ্রের প্রচেষ্টায় সিলেটের জকিগঞ্জে অনির্বানের উদ্যোগে ত্রাণ বিতরন করা হয়েছে।