Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হাসপাতাল, ক্লিনিক ও ডাক্তারের চেম্বারে রোগীদের প্রেসক্রিপশনের ছবি তোলা ও টানাটানিতে স্বাস্থ্য বিভাগের নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ আড়াইশ শয্যা হাসপাতাল, ক্লিনিক ও ডাক্তারের চেম্বারে রোগীদের প্রেসক্রিপশনের ছবি তোলা ও টানাটানিতে নিষেধাজ্ঞা দিয়েছে স্বাস্থ্য বিভাগ। এ বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য গতকাল শনিবার সিভিল সার্জন ডা. নুরুল হক ও তত্ত্বাবধায়ক আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠি জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিএমএর সভাপতি, সংশ্লিষ্ট থানার ওসিদের নিকট প্রেরণ করা হয়। একই সাথে ফারিয়ার সভাপতি ও সাধারণ সম্পাদককেও ডেকে এনে তা অবগত করা হয়। এ নিষেধাজ্ঞা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুশিয়ারী দেয়া হয়। জানা যায়, জেলার বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও ডাক্তারের চেম্বারে ওষুধ কোম্পানীর প্রতিনিধিদের দৌরাত্ম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এসব প্রতিষ্ঠানের কিছু অসাধু কর্মচারীদের ছত্রছায়ায় তারা বীরদর্পে এসব করে যাচ্ছে। এ ছাড়া তাদের একটি সংঘবদ্ধ দালাল চক্র রয়েছে। দালালদের মাধ্যমেই এসব করে থাকে। অনেক ডাক্তাররা জানান, রোগীরা প্রেসক্রিপশন নেয়ার সাথে সাথেই সারিবদ্ধভাবে দাড়িয়ে থাকা ওষুধ কোম্পানীর প্রতিনিধিরা টানাটানি শুরু করেন। আবার অনেকেই প্রেসক্রিপশনের ছবি তুলতে গিয়ে ছিড়েও ফেলেন। এতে করে রোগীরা পড়েন বিড়ম্বনায়। বারবার নিষেধ করার পরও বিভিন্ন দলের নেতাকর্মীদের প্রভাব খাটিয়ে তারা এসব করে যান। হাসপাতাল থেকে বার বার নিষেধ করার পরও এ নিষেধ মানা হচ্ছে না। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশ পাওয়ার পর সিভিল সার্জন ও তত্বাবধায়ক এ চিঠি বিভিন্ন দপ্তরে প্রেরণ করেন। তারা জানান, যারা এ আদেশ মানবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে প্রশাসন। এ ছাড়া এদের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। আজ রবিবার থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। গতকাল শনিবার তত্বাবধায়ক ও সিভিল সার্জন সরেজমিনে সদর হাসপাতাল ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ডাক্তারের চেম্বার পরিদর্শন করে সতর্ক করেন।