Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বরেন্য সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরীর মৃত্যুতে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের শোকসভা

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ অমর একুশে গানের রচয়িতা, বিশিষ্ট লেখক, কলামিষ্ট ও বরেন্য সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরীর মৃত্যুতে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে শোকসভা। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শামীম আক্তার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্মৃতিচারণ মূলক বক্ত্যদেন প্রেসক্লাবের সিনিয়র সদস্য জনকন্ঠ শ্রীমঙ্গল প্রতিনিধি চৌধুরী নিহারেন্দু হোম সজল, অবসর প্রাপ্ত সেনা সদস্য সুমন চন্দ্র দাশ, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আরটিভির স্টাফ রিপোর্টার চৌধুরী ভাস্কর হোম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক একুশে টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও শ্রীমঙ্গল সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি কবি রজত শুভ্র চক্রবর্তী, প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক ও বৈশাখী টেলিভিশনের মৌলভীবাজার জেলা প্রতিনিধি ইমন দেব চৌধুরী, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কাউছার আহমদ রিয়ন, দৈনিক যায়যায়দিন এর শ্রীমঙ্গল প্রতিনিধি শফিকুল ইসলাম রুম্মন, এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি এস কে দাশ সুমন, ভোরের কাগজের শ্রীমঙ্গল প্রতিনিধি সুমন বৈদ্য, দৈনিক খোলাচিঠি এর বার্তা সম্পাদক নান্টু রায়, দৈনিক নিউ নেশন এর শ্রীমঙ্গল প্রতিনিধি আল ইব্রাহীম, এ ছাড়াও উপস্থিত ছিলেন রাসেল আহমদ ও বর্ণ চক্রবর্তী। আলোচনা সভার আগে আব্দুল গফফার চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করেন উপস্থিত সাংবাদিক ও অতিথিরা। এ সময় বক্তারা বলেন, আব্দুল গফফার চৌধুরীর জীবন ও কর্ম অমর হয়ে থাকবে। তাঁর জীবন ও কর্ম নতুন প্রজন্মের জন্য অনুকরনীয়।