Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আগামী ১৬ জুলাই হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের নির্বাচন

প্রেস বিজ্ঞপ্তি ॥ আগামী ১৬ জুলাই রোজ শনিবার হবিগঞ্জের ব্যবসায়ীদের অন্যতম সংগঠন মার্চেন্ট এসোসিয়েশনের কার্যকরি কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে গোপন ব্যালটের মাধ্যমে হবিগঞ্জ পৌর মার্কেটস্থ হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের কার্যালয়ে ভোট গ্রহন করা হবে। ৩ বছর মেয়াদী এই কমিটি নির্বাচন কেন্দ্র করে ব্যবসায়ীদের মধ্যে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। বুধবার রাত ৯টায় তফসিল ঘোষণা করেন হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশন এর নির্বাচন পরিচালনা উপকমিটির/ ২০২২ এর প্রধান নির্বাচন কমিশনার মোঃ সজিব আলী। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী আগামী ৯ ও ১০ জুন সকাল ১১টা থেকে বিকাল ২টা পর্যন্ত নির্বাচনী কার্য্যালয়ে মনোনয়নপত্র বিক্রি করা হবে। ১২ জুন সকাল ১১টা থেকে বিকাল ২টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে হবে। মনোনয়নপত্রে প্রার্থীর স্বাক্ষর, প্রস্তাবকারীর স্বাক্ষর ও সমর্থনকারীর স্বাক্ষর থাকতে হবে। মনোনয়নপত্রের সাথে জমাকৃত টাকার মূল রশিদ সংযুক্ত করতে হবে। মনোনয়নপত্রে কোন প্রকার কাটাকাটি, ঘষামাজা, ওভার রাইটিং, ফটোস্ট্যাট গ্রহণযোগ্য হবে না। ১৩ জুন দুপুর ১২টায় মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। কোন মনোনয়নপত্র বাতিল হলে ১৪ জুন সকাল ১১টার মধ্যে আপীল দরখাস্ত দাখিল করতে হবে এবং ওই দিন দুপুর ১২টায় সময় শুনানী করা হবে। ১৬ জুন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সময়ের মধ্যে যেকোন প্রতিদ্ধন্ধিতাকারী প্রার্থী তার মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। এ ক্ষেত্রে শুধুমাত্র জমাকৃত জামানতের অর্ধাংশ ফেরত পাবেন। ১৭ জুন ১২টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ১৯ জুন দুপুর ১২টার সময় প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। একই প্রতীক একাধিক প্রার্থী দাবী করিলে লটারীর মাধ্যমে নিষ্পত্তি করা হবে। এছাড়া নির্বাচনী ফলাফলের উপর কোন প্রার্থীর অভিযোগ থাকলে ১৭ জুলাই দুপুর ১২টার মধ্যে ৩ হাজার টাকা জমা করে লিখিতভাবে কারণ উল্লেখসহ প্রধান নির্বাচন কমিশনার বরাবরে আবেদন করতে হবে। ওই বিকাল ২টায় শুনানী করার পর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। এছাড়াও খসড়া ভোটার তালিকার উপর কোন প্রকার আপত্তি থাকলে ৩০ মে দুপুর ১২টার মধ্যে নির্বাচন কমিশনার বরাবরে আবেদন করতে হবে। ১ জুন রাত ৮টায় নির্বাচনী কার্য্যালয়ে আপত্তির শুনানী গ্রহণ করা হবে। ৬ জুন দুপুর ১২টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভূক্ত যেকোন ভোটার যেকোন ১টি পদের জন্য প্রতিদ্বন্ধিতা করতে পারবেন। যে সকল পদে প্রতিন্দ্বন্দ্বিতা থাকবে না ওই সকল পদে নির্বাচন অনুষ্ঠিত হবে না। হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের গঠনতন্ত্রের ৭নং ধারা অনুযায়ী ২১ সদস্য বিশিষ্ট কার্য্যকরী পরিষদ নির্বাচিত অনুষ্ঠিত হবে। এর মধ্যে সভাপতি, সহ-সভাপতি ১ জন, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক ১ জন, সাংগঠনিক সম্পাদক ১ জন, কোষাধ্যক্ষ ১ জন, ক্রীড়া সম্পাদক ১ জন, সাহিত্য শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ১ জন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ১ জন, প্রচার সম্পাদক ১ জন, দপ্তর সম্পাদক ১ জন, শ্রম ও সমাজকল্যাণ সম্পাদক ১ জন, কার্য্যকরী পরিষদের সদস্য ৯ জন। সভাপতি পদে মনোনয়ন ফিস ৫ হাজার, সহ-সভাপতি ৪ হাজার, সাধারণ সম্পাদক ৫ হাজার সহ-সাধারণ সম্পাদক ৩ হাজার, সাংগঠনিক সম্পাদক ৪ হাজার টাকা জমা দিতে হবে। অন্যান্য পদে ৩ হাজার ও প্রত্যেকটি সদস্য পদে ২ হাজার করে মনোনয়ন ফিস জমা দিতে হবে। তফসিল ঘোষণাকালে মার্চেন্ট এসোসিয়েশনের প্রধান উপদেষ্ঠা সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, উপদেষ্ঠা শরীফ উল্ল্যাহ, সুখলাল সূত্রধর, নির্বাচন কমিশনার জালাল উদ্দিন খান, শহিদুর রহমান লাল, সভাপতি শামছু মিয়া, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহমেদসহ কার্যকরি কমিটি নেতৃবৃন্দ ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।