Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আজ থেকে হবিগঞ্জ শহরে কোন অবৈধ ব্যাটারী চালিত মিশুক ও রিকশা চলতে পারবে না

স্টাফ রিপোর্টার ॥ আজ মঙ্গলবার থেকে হবিগঞ্জ শহরে কোন অবৈধ ব্যাটারী চালিত মিশুক ও রিকশা চলতে পারবে না। গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জ পৌরসভা থেকে মাইকিং করে এ তথ্য জানানো হয়। জানা যায়, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ পৌরসভা এলাকায় অবৈধ মিশুক, রিকশা চলাচল করছে। এতে করে শহরে যানজট সৃষ্টি হচ্ছে। এর ফলে পৌরসভা কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। মাইকিংয়ে বলা হয়, নম্বর বিহীন মিশুক ও রিকশা যদি জেলা শহরে চলাচল করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। খোঁজ নিয়ে জানা যায়, হবিগঞ্জ শহরে বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন শত শত ব্যাটারি চালিত রিকশা ও মিশুক আসে। আর তাদের কাছ থেকে খোয়াই ব্রিজ, কিবরিয়া ব্রিজ, সাইফুর রহমান ব্রিজ, মাছুলিয়া ব্রিজ ও পোদ্দার বাড়ি এলাকায় একদল দুর্বৃত্ত চাঁদা আদায় করে। তাছাড়া এসব অবৈধ যানবাহন শহরে প্রবেশের সাথে সাথেই যানজট সৃষ্টি হয়। এসব যানবাহনের অনেক চালকরা জানান, শহরে প্রবেশ করতে হলে মাথাপিছু ২০ টাকা করে একটি চক্রকে চাঁদা দিতে হয়। তারা অনেকেই বিভিন্ন ভূইপোড় সমিতির নাম ভাঙ্গিয়ে চাঁদা আদায় করে। এ বিষয়ে মেয়র আতাউর রহমান সেলিম জানান, ইতোপূর্বেও বিষয়টি আমার নজরে এসেছে। আমি এ বিষয়ে বেশ কয়েকবার প্রশাসনকে অবহিত করেছি ব্যবস্থা নেয়ার জন্য। এ ছাড়া যানজট নিরসনের লক্ষ্যে পৌরসভার পক্ষ থেকে এমন উদ্যোগ নেয়া হয়েছে।