Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে নি®প্রাণ বৃক্ষ মেলা ক্রেতা দর্শণার্থীর দেখা নেই

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা জমে উঠেনি। কোন ক্রেতা ও দর্শনার্থীর দেখা মিলছেনা। দেখা যায়নি সংশ্লিষ্ট বিভাগের আয়োজক কাউকে। ৮টি স্টল ব্যবসায়ীদেরকে ঝিমিয়ে ঝিমিয়ে সময় কাটাতে দেখা গেছে। কৃষি বিভাগের দায়িত্বহীনতার কারণেই এমনটি হয়েছে বলে মন্তব্য করছেন অনেকে। আলাপকালে অনেকেই জানান ব্যাপক প্রচার না হওয়ার কারণে ক্রেতা বা দর্শণার্থীর আনাগোনা নেই। ষ্টল মালিকগণ জানান, গেল সোমবার থেকে ৩ দিন ব্যাপী ওই ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। ইতোমধ্যে ২দিন কেটে গেছে, কিন্তু ১ টাকাও বিক্রী করতে পারেননি। বৃক্ষ ব্যবসায়ীরা জানান, অন্যান্য বছরের ন্যায় এবারও যদি ফলদ বৃক্ষ মেলা শহরের প্রাইমারী স্কুল বা জেকে মাঠে অনুষ্টিত হতো, তাহলে মেলায় প্রচুর বৃক্ষ বেচাকেনা হতো। কৃষি বিভাগেরও ব্যাপক সুনাম ও প্রচার হতো। তা না করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দায়সারাভাবে এ মেলার আয়োজন করে তাদের দায়িত্ব সেরেছেন। মেলা ঘুরে দেখা গেছে, উপজেলা পরিষদের প্রধান ফটকে বিশাল একটি গেইট ও নির্বাচন অফিসারের কার্যালয়ের সামনে ১০টি ষ্টলের জন্য ডেকোরেশন করানো হয়েছে। এরমধ্যে ৮টি ষ্টল চালু রয়েছে। ২টি ষ্টল এখনও খালি। কৃষি বিভাগ সুত্রে জানা গেছে, উপজেলা কমপ্লেক্সে বৃক্ষ মেলা আয়োজন করায় অনেক ব্যবসায়ী সেখানে যেতে চাননি। যারা গেছেন তাদেরকে অনেক অনুরোধ করে নেয়া হয়েছে। মেলায় অংশ গ্রহনকারী ৮টি ষ্টলের ব্যবসায়ীদের লক্ষাধিক টাকা ক্ষতি হবে বলে তারা আশংকা করছেন।