Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচং উপজেলায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে সহকারী অধ্যাপক লতিফ হোসেন নির্বাচিত

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উদযাপন কর্মসূচীর আওতায় বানিয়াচং উপজেলায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন শচীন্দ্র কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক লতিফ হোসেন। তিনি শচীন্দ্র কলেজের গভর্নিংবডির সাবেক সভাপতি ও সংসদ সদস্য এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান এবং সুযোগ্য উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, শচীন্দ্র কলেজের গভর্নিংবডির সভাপতি মোঃ শরীফ উল্লাহ, অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান, অত্র কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ও শিক্ষার্থীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। বিশেষ করে বানিয়াচং উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচন বোর্ডের সভাপতি ও সম্মানিত সদস্যবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। লতিফ হোসেন ১৯৭৫ সালের ৩০ নভেম্বর বানিয়াচং উপজেলার ৮নং খাগাউড়া ইউনিয়নের সাদকপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি সাদকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বানিয়াচং উপজেলায় ১৯৮৬ সালে টেলেন্টপুল গ্রেডে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত হন এবং সন্দলপুর বিসি উচ্চ বিদ্যালয় থেকে ৮ম শ্রেণিতে ১৯৮৯ সালে টেলেন্টপুল গ্রেডে বৃত্তিপ্রাপ্ত হন এবং একই বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় ১৯৯২ সালে কুমিল্লা বোর্ডে ১৬তম স্থান লাভ করেন। তিনি হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ থেকে ১৯৯৪ সালে এইচএসসি পরীক্ষায় ১ম বিভাগে উত্তীর্ণ হন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সিলেটের এমসি কলেজ থেকে ইংরেজি বিষয়ে অনার্স পরীক্ষায় ২য় শ্রেণি এবং সিলেট ইন্টারন্যাশনাল ইউভার্সিটি থেকে ইংরেজি বিষয়ে মাস্টার্স পরীক্ষায় সিজিপিএ ৩.৪৮ ই+ (১ম বিভাগ) পেয়ে উত্তীর্ণ হন। তিনি ২০০২ সালে শচীন্দ্র কলেজে ইংরেজি বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। বর্তমানে একই কলেজে সহকারী অধ্যাপক পদে কর্মরত আছেন। তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চির কৃতজ্ঞ এবং সকলের কাছে দোয়াপ্রার্থী।