Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে আওয়ামীলীগের সম্মেলন স্থগিত ঘোষণা ॥ শিগগিরই চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে-এমপি আবু জাহির

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সম্মেলনকে সামনে রেখে প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। শুক্রবার (২০ মে) বিকেলে হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আবু জাহির এমপি বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়- আগামী (১৭ জুন) নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। উপজেলার ১১৭টি ওয়ার্ড কমিটি ও পৌরসভার ৯টি ওয়ার্ডের মধ্যে অধিকাংশ কমিটি গঠন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে ইউনিয়ন কমিটি গঠনের কাউন্সিল শুরু হওয়ার কথা ছিল। আওয়ামীলীগের চলমান সম্মেলনকে সামনে রেখে সর্বত্র উৎসবের আমেজ বিরাজ করছে। তবে হঠাৎ সম্মেলন ¯’গিত করায় নেতাকর্মীদের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী বলেন, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ জানিয়েছেন আপাতত ওয়ার্ড সম্মেলন স্থগিত করা হয়েছে। পরবর্তীতে তাদের নির্দেশনা মোতাবেক সম্মেলনের অবশিষ্ট কাজ সম্পন্ন হবে। হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আবু জাহির এমপি বলেন, কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ওয়ার্ড ও ইউনিয়ন কমিটির সম্মেলন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আমরা কেন্দ্রের নির্দশনা মোতাবেক প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়ন কমিটির সম্মেলন সম্পন্ন করেই নবীগঞ্জ উপজেলার সম্মেলন করবো। কয়েকদিনের মধ্যে এ বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত হবে। উল্লেখ্য- সাম্প্রতিককালে বিভিন্ন ওয়ার্ডে বিগত নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের পক্ষে প্রচার প্রচারণায় অংশগ্রহণকারী নেতাকর্মীদের দিয়ে ও দলীয় শৃংখলা ভঙ্গ করে কমিটি গঠনের অভিযোগে জেলা ও উপজেলা আওয়ামীলীগের কাছে বেশ কয়েকটি লিখিত অভিযোগ দেয় তৃণমূলের নেতৃবৃন্দ।