Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ভূমি অফিসে না এসেই ডিজিটাল ভূমি সেবা

প্রেস বিজ্ঞপ্তি ॥ “অফিসে না এসেই ডিজিটাল ভূমি সেবা গ্রহণ” এই প্রতিপাদ্য সামনে রেখে ভূমি অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা ও গতিশীলতা আনতে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ১৯ মে থেকে ২৩ মে পর্যন্ত উদযাপিত হচ্ছে ভূমি সেবা সপ্তাহ ২০২২। জেলা প্রশাসক ইশরাত জাহান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ভূমি ব্যবস্থাপনায় জনগণের হয়রানি বন্ধ করা এবং সেবা সহজীকরণের লক্ষ্যে ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে ঘরে বসেই যেন সাধারণ মানুষ নিজের ভূমি সুরক্ষাসহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন করতে পারে সেজন্য এক ঠিকানায় সকল ভূমি সেবা নিয়ে করা হয়েছে ষধহফ.মড়া.নফ ভূমি সেবা প্ল্যাটফর্ম। উল্লেখ্য, অতিসম্প্রতি অনলাইন ভূমি উন্নয়ন কর বাস্তবায়নের স্বীকৃতিস্বরূপ ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি পুরস্কার ২০২২ প্রতিযোগিতায় নিজ ক্যাটাগরিতে অন্যতম চ্যাম্পিয়ন হয়েছে ভূমি মন্ত্রণালয়। এজন্য এবারের “ভূমি সেবা সপ্তাহ-২০২২” বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। ইতোপূর্বে ই-নামজারি বাস্তবায়নের জন্য ভূমি মন্ত্রণালয় জাতিসংঘ পাবলিক সার্ভিস পুরস্কার ২০২০ অর্জন করেছে। এ সফলতা অর্জনের পেছনে রয়েছে প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা এবং ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিবসহ সংশ্লিষ্টদের অক্লান্ত পরিশ্রম। ভূমি সেবা সপ্তাহে হবিগঞ্জ জেলা এবং সকল উপজেলা ও ইউনিয়নের সংশ্লিষ্ট ভূমি অফিসে ক্যাম্প করে সেবা বুথ স্থাপন করা হয়েছে। সেবা বুথে অগ্রাধিকার ভিত্তিতে প্রযোজ্য ভূমি সেবা প্রদান, বিভিন্ন ভূমি সেবা বিষয়ে অবহিত করা এবং পরামর্শ সেবা দেয়া হবে। জেলা পর্যায়ে যেসব ভূমি সেবা প্রদানে বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে সেগুলো হচ্ছে : অনলাইন ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে অনলাইন রেজিস্টেশন, ভূমি উন্নয়ন কর আদায় ও অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান সংক্রান্ত কার্যক্রম, ই-নামজারির আবেদন গ্রহণ, নিষ্পত্তিকৃত এলএ কেইসের ক্ষতিপূরণের চেক প্রদান, খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ ও তাৎক্ষনিকভাবে তা সরবরাহ, রেজিস্ট্রেশন, ১৬১২২ নম্বরে কল সেন্টারের মাধ্যমে ভূমিসেবা এবং অনলাইনে মৌজা ম্যাপ ডাক বিভাগের মাধ্যমে সরবরাহ করা ইত্যাদি।