Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

কালবৈশাখী ঝড়ে হবিগঞ্জ ল-ভন্ড

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ল-ভন্ড হয়ে গেছে গাছপালা, বাড়ি ঘর, বিদ্যুত সংযোগ। গতকাল বুধবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ঝড়ে হবিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকার কাঁচা, আধা পাকা ঘরবাড়ি ভেঙ্গে গেছে। ঝড়ে পড়েছে অসংখ্য গাছপালা। ক্ষতি সাধিত হয়েছে ফসল। এ ছাড়া ঝড়ে পড়ে যাওয়া গাছে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় হবিগঞ্জ সদর উপজেলা। পরে রাত ১১টার দিকে মেরামত করায় বিদ্যুত ব্যবস্থা স্বাভাবিক হয়। তবুও বিভিন্ন এলাকায় এ রিপোর্ট লেখাপর্যন্ত শায়েস্তানগর, মাছুলিয়া, ২নং পুল, রাজনগর, বেবিষ্ট্যান্ড, ফায়ার সার্ভিস রোড ও মোহনপুরসহ বিভিন্ন এলাকায় বিদ্যুত আসেনি। আবার বজ্রপাতে শহরের বিভিন্ন এলাকায় বিভিন্ন গাছপালা ক্ষতিগ্রস্ত হয়। শহরের অনেকগুলো ট্রান্সফরমার বিকল হয়ে যায়। নষ্ট হয় অসংখ্যা টিভি, ফ্রিজ ও ফ্যানসহ ইলেক্ট্রিক সামগ্রী। এ ছাড়া শহরের বিভিন্ন নিচু এলাকা পানিতে তলিয়ে যায়। এতে দূর্ভোগে পড়েন শহরবাসী। বিদ্যুত উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল মজিদ জানান, ঝড়ে শাহজীবাজারের ৩৩ হাজার বোল্ডের লাইনে গাছ পড়ে তার ছিড়ে যায়। এ ছাড়া শহরের বিভিন্ন এলাকায় ট্রান্সফরমার বিকল ও তার ছিড়ে যাওয়ায় বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে যায়। কর্মচারীরা সার্বক্ষনিক কাজ করছে। কিছু এলাকায় বিদ্যুত সংযোগ স্বাভাবিক হয়েছে। যেগুলোতে নেই অচিরেই দেয়া হবে।