Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের শৈলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজসহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ২নং পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের ১৪নং শৈলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মান কাজ সহ নানা অনিয়মের অভিযোগ। জানা যায়, উক্ত বিদ্যালয়ের মাঠ ভরাট, দ্বিতীয় তলার গ্রীল তৈরী ও মেরামত সংযোজন কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নেন সংশ্লিষ্ট পরিচালনা কমিটি ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক কৃষ্ণ কান্ত দাশ। দুই লক্ষ টাকার ক্ষুদ্র মেরামত প্রকল্প কাজে অনিয়ম ও সত্তর হাজার টাকার কাজের সমন্বয় কমিটিতে মিথ্যা জাল স্বাক্ষর দিয়ে বিল পাস করার চেষ্টা করছেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক কৃষ্ণ কান্ত দাশসহ সংশ্লিষ্ট পরিচালনা কমিটি। অভিযোগ রয়েছে ওই শিক্ষক ম্যানিজিং কমিটির সমন্বয়ে নানা অনিয়ম করে আসছেন। এছাড়াও শিক্ষার্থীদের উপর বিভিন্ন সময় মারধর ও কঠিন সাজা দিয়ে তাদের ভয়ভীতি দেখিয়ে ও অতিরিক্ত ফি আদায়েরও অভিযোগ রয়েছে। খোঁজ নিয়ে সরেজমিন জানা যায়, প্রায় এক যুগেরও উপরে একটি সিন্ডিকেটের মাধ্যমে বিদ্যালয়ের ম্যানিজিং কমিটি দায়িত্ব পালন করে আসছেন। বিদ্যালয়ের বিভিন্ন প্রকল্প কাজ কাগজে পত্রে সম্পন্ন দেখিয়ে জাল স্বাক্ষরের মাধ্যমে বিল আদায়েরে চেষ্টায় রয়েছেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক কৃষ্ণ কান্ত দাশ ও সংশ্লিষ্ট কমিটি। জাল স্বাক্ষর দিয়ে বিভিন্ন অনিয়মের বিষয়ে অভিযোগ এনে অত্র বিদ্যালয়ের অভিবাবকবৃন্দ ও এলাকাবাসী নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহনের দারী জানান সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার ও এলাকাবাসী। উল্লেখ্য ২৫ এপ্রিল ২০২২ সালে নবীগঞ্জ নির্বাহী অফিসার বরাবরে অভিয়োগ দায়ের করা হয়।