Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে তারেক মিয়াকে মিথ্যা মাদক মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর এলাকার সালামত পুরের বাসিন্দা তারেক মিয়া ষড়যন্ত্র মূলকভাবে ইয়াবা দিয়ে ফাঁসানোর প্রতিবাদে নবীগঞ্জ পৌর এলাকার সালামতপুর গ্রামবাসীর উদ্যোগে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় নবীগঞ্জ পৌর এলাকার শেরপুর রোডে সালামতপুর সচেতনমহল কর্তৃক আয়োজিত মানববন্ধনে আমির হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর কবির মিয়া, সাবেক কাউন্সিলর রুহুল আমিন, নিয়াওর মিয়া, কাইয়ুম মিয়া, ওয়াহিদ মিয়া, মুহিন মিয়া, নুনু মিয়া শিকন্দর মিয়া, রেজ্জাক মিয়া, করিম মিয়া, কালাম মিয়া, রায়হান মিয়া, কামান্ডো খালিক, রুয়েল মিয়া, এহিয়া খান, তালুকদার মিয়া, বেনু মিয়া, আফিল উদ্দিন, আবজল, কাজল মিয়া, অজুদ মিয়া, সুলেমান মিয়া, হেলাল আহমদ, হুমায়ুন খান, খালেদ আহমদ, মিঠন মিয়া, রাশেদ মিয়া, আলমগীর মিয়া শিপন মিয়া, জাবেদ মিয়া, জাকারিয়া আহমদ, আজাদ, শাহেদ আলী, লিটন মিয়া, শিপন, হোসেন মিয়া, রাজু আহমেদ, জুবেদ আহমদ, মতলিব মিয়া, শাহিন আহমদ, আক্কল মিয়া, সানু মিয়া, নুরুল, সোহাগ, সাবলু, রাসেল, পাপ্পু, মামুন, রিপন আহমদ, শিপন, শাহ জামাল, নুরুল আমিন, চুনু মিয়া, শুভ, কাদির, সোহাগ, নয়ন, শান্ত, সাজু, ইউনুস আলী, ইয়াছিন প্রমুখ। উল্লেখ্য, গত সোমবার দুপুরে শেরপুর রোডের সালামতপুর এলাকায় তারেক মিয়ার লন্ডন প্রবাসী দুলা ভাই মৃত হাজ্বি সিদ্দেক মিয়ার বাসায় কেয়ারটেকার ছিলেন।
কিছুদিন পূর্বে সিদ্দেক মিয়ার প্রবাসী ৩ ছেলের মধ্যে ওই বাসা নিয়ে বিরোধ দেখা দেয়। এরই জের ধরে তাকে এই মিথ্যা মাদক মামলা ফাঁসানো হয়েছে বলে দাবি সচেতন মহলের। বক্তরা বলেন তারেক মিয়া সালামতপুর এলাকায় দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে বসবাস করে আসছে। তিনি মাদক ব্যবসা বা সেবন কারী নয় সে একজন ভালো মনের মানুষ হিসাবে আমাদের এলাকায় পরিচিত। তাকে মিথ্যা সাজানো ইয়াবা দিয়ে ফাসানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিছেন বক্তারা। বক্তারা উক্ত নাটকীয় সাজানো মাদক মামলা থেকে তারেক মিয়ার মুক্তির দাবি জানান।