Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শিক্ষক বাতায়নে দেশসেরা উদ্ভাবক হলেন হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা রিবন রাণী দাশ

স্টাফ রিপোর্টার ॥ চলতি পাক্ষিকে দেশসেরা উদ্ভাবক হলেন হবিগঞ্জের লাখাই উপজেলার ভরপূর্নি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিবন রাণী দাশ। ১৬ মে দেশের সর্ববৃহৎ পোর্টাল শিক বাতায়নে এ রেজাল্ট প্রকাশিত হয়েছে। রিবন রানী দাস গত ১৪ মে জাতীয় পর্যায়ে উদ্ভাবক (ইনোভেশন শোকেসিং) নির্বাচিত হন। তিনি করোনাকালে হবিগঞ্জ জেলা অনলাইন ক্লাস এর প্রাথমিক পর্যায়ে প্রথম স্থান অধিকার করেন। হবিগঞ্জ জেলার ২০১৮ সালের শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়ে ২০১৯ সালে ভিয়েতনাম সফর করে আসেন। তিনি করোনাকালীন সময়ে অনলাইন ক্লাস করে সারাদেশের প্রশংসা কুড়িয়েছেন। তিনি এটুআই কর্তৃক আইসিটি ফর ই জেলা অ্যাম্বাসেডর। তার সাফল্যে হবিগঞ্জবাসী গর্বিত। তাকে লাখাই উপজেলা উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফউদ্দিন ফোনে অভিনন্দন জানিয়েছেন। সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তৌফিকুল ইসলাম তাকে ফুলেল শুভেচ্ছা জানান। ব্যক্তিগত জীবনে তিনি লাখাই উপজেলার ভবানীপুর গ্রামের মধ্যের হাটি বড়বাড়ী অধীর চন্দ্র দাশের বড় পুত্র ও বীর মুক্তিযোদ্ধা ও অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক অবনী মোহন দাশের ভ্রাতুস্পুত্র ও লাখাই মুক্তিযোদ্ধা সরকারি কলেজের সিনিয়র প্রভাষক (বাংলা) অজয় কুমার দাশের স্ত্রী ও দুই সন্তানের জননী। তিনি মৌলভীবাজার সদর উপজেলার প্রধান শিক্ষক সীতেশ চন্দ্র দাশ ও সবিতা দাশের একমাত্র মেয়ে। তার জীবনে সাফল্যের একমাত্র অনুপ্রেরণার বাতিঘর হলেন তার শিক্ষাগুরু হবিগঞ্জের সাবেক জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান (বর্তমানে কুমিল্লার জেলা প্রশাসক)। রিবন রাণী দাশ তার সাফল্যের জন্য প্রথমে এটু আইয়ের মোঃ কবীর হোসেন, অভিজিৎ সাহা’র প্রতি কৃতজ্ঞতা জানান। পূর্ব সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ মোস্তফা কামালের অনুপ্রেরনায় তিনি আইসিটি নিয়ে কাজ শুরু করেন। ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা সুবর্ণা রায় লিপা প্রতিনিয়ত তাকে অনুপ্রেরণা যুগিয়েছেন। সর্বোপরি প্রাথমিক শিক্ষার এক উজ্জ্বল দৃষ্টান্ত উনার সাফল্যে। তার নিজের লেখা দুইটি গল্পের বই ‘গহীণ অরণ্যে’ আর কবিতার বই ‘আত্মশুদ্ধি’ বর্তমানে বাজারে রয়েছে। রিবন রাণী দাশ একাধারে কবি, শিক্ষক, একজন দক্ষ সংগঠক। তিনি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় সকলের নিকট দোয়া ও আশির্বাদ কামনা করেন।