Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে শিক্ষক এম এ সবুরের জানাযায় মানুষের ঢল ॥ দাফন সম্পন্ন

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জে,কে সরকারি উচ্চ বিদ্যালয় এর সিনিয়র শিক্ষক এবং আঞ্জুমানে আল ইসলাহ হবিগঞ্জ জেলা শাখার সহ-প্রচার সম্পাদক ও নবীগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি মাওলানা এম এ সবুরের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার (১৪ মে) বাদ জোহর বাজকাশারা হাফিজিয়া মাদরাসা সংলগ্ন মাঠে নামাজের জানাজার পর পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়। হাজারো জনতার উপস্থিতিতে মরহুম শিক্ষকের জানাযা নামাজে ইমামতি করেন, আল্লামা মুফতি কমরুদ্দিন চৌধুরী সাহেব জাদাহে ফুলতলী শিক্ষক মাওলানা এম এ সবুরকে শেষবারের মতো দেখতে হাজারো জনতা উপস্থিত হয়। এ পর্যায়ে জন¯্রােতে পরিণত হয় হাফিজিয়া মাদরাসা সংলগ্ন ময়দান। জানাযায় স্থানীয় আলেমরা ছাড়াও বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসেন আলেম ওলামা এবং স্কুলের সাবেক শিক্ষক শিক্ষার্থীরা ও সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ। জানাযার পূর্ব বক্তব্যে বক্তারা বলেন, মাওলানা এম এ সবুর সারাজীবন দ্বীনের ওপর অবিচল থেকেছেন। স্কুল ও মাদরাসার ছাত্র-শিক্ষক ও পড়ালেখার উন্নতির জন্য নিরলস পরিশ্রম করেছেন। সর্বদা সুন্নতের অনুসরণ ও তাকওয়াকে অবলম্বন করে জীবন পরিচালনা করেছেন। শুক্রবার দিবাগত রাত ৩টায় সিলেট ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর।
উল্লেখ্য, মাওলানা এম এ সবুর দীর্ঘদিন যাবত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নবীগঞ্জ জে কে মডেল উচ্চ বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি মৃত্যুর আগে পর্যন্ত বাজকাশারা হাফিজিয়া মাদ্রাসায় দারুন কেরাত চালু করে দায়িত্ব পালন করছেন। এ কারণে দেশ-বিদেশে তার অনেক ছাত্র ও গুণগ্রাহী রয়েছে। মৃত্যু পর্যন্ত তিনি ইলম ও দ্বীনের বহু খিদমত আঞ্জাম দিয়েছেন।