Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় নেতৃবৃন্দ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি এ.বি.এম আরাফাত মোল্লা বলেছেন, সকল অন্যায় অনিয়মের বিরুদ্ধে ছাত্র সমাজকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে। লাগামহীন ভাবে দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে দেশের জনগণ আজ অতিষ্ঠ। সরকার দ্রব্য নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। দুর্নীতিবাজ, অবৈধ মজুতদার, কালোবাজারীরা দেশ ও জাতির শক্র। এদের বিরুদ্ধে সরকারকে অবিলম্বে জরুরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। গত শুক্রবার বিকেলে ইসলামী ছাত্রসেনা হবিগঞ্জ জেলার প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা ছাত্রসেনার সভাপতি আব্দুল হামিদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলন উদ্বোধন করেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা মঈনুল ইসলাম চৌধুরী আল আবেদী। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক হাফেজ মোঃ মুনীর উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি সাংবাদিক এম এ ওয়াহেদ, সাধারণ সম্পাদক মুফতি বদরুর রেজা সেলিম, জেলা সহ-অর্থ বিষয়ক সম্পাদক প্রভাষক মোহাম্মদ আলী। মহসিন সর্দারের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা ছাত্রসেনার সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আফজল হোসেন আল চিশতি, জেলা অর্থ সম্পাদক হাফেজ আব্দুল হান্নান, ছাত্রকল্যাণ সম্পাদক আফজল রেজা নকশেবন্দী, বাহুবল উপজেলা সভাপতি ক্বারী মোহাম্মদ আব্দুল বাছির, মাধবপুর উপজেলা সাংগঠনিক সম্পাদক নাইমুর রহমান রেজভী, চুনারুঘাট উপজেলা সদস্য সচিব রাফি রেজা আল আবেদী, নুরে মোহাম্মদীয়া (সঃ) আলীম মাদ্রাসা শাখার সহ-সভাপতি সাইফুর রহমান রিয়াদ, নবীগঞ্জ উপজেলা সাংগঠনিক সম্পাদক শাহ রামীম আহমদ, ছাত্রনেতা নাঈম আখঞ্জি প্রমূখ। প্রতিনিধি সম্মেলনে সর্ব সম্মতিক্রমে হাফেজ শেখ মাকসুদুর রহমান জাহেরীকে সভাপতি, মহসিন সরদারকে পুনরায় সাধারণ সম্পাদক, আব্দুল হান্নানকে সাংগঠনিক সম্পাদক ও আফজল রেজাকে অর্থ সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট হবিগঞ্জ জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করেন ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি এবিএম আরাফাত মোল্লা।