Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ কোর্ট এলাকায় দালাল ও প্রতারকদের দৌরাত্ম বৃদ্ধি পাচ্ছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ কোর্ট এলাকায় দালাল ও প্রতারকদের দৌরাত্ম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাদের খপ্পড়ে পড়ে গ্রামগঞ্জ থেকে আসা বিচারপ্রার্থীরা সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছেন। অভিযোগ রয়েছে, তাদেরকে সহযোগিতা করছে অসাধু কিছু পুলিশ সদস্যরা। জেলা আইনজীবি সমিতির পক্ষ থেকে সরকারি ছুটির দিনে কোর্ট লকাপে প্রয়োজন ছাড়া কোনো আইনজীবি ও তার সহকারীরা প্রবেশ করতে পারবে না। কিন্তু এ নিয়ম উপেক্ষা করে নামধারী কিছু আইনজীবি সহকারিরা লকাপের আশেপাশে ঘুরাফেরা করে বিচারপ্রার্থীদের প্রলোভন দিয়ে প্রতারিত করছে। কয়েকজন সিনিয়র আইনজীবি জানান, প্রতিদিন প্রায় বিভিন্ন উপজেলা থেকে ২০/৩০ জন আসামিকে পুলিশ গ্রেফতার করে কোর্টে প্রেরণ করে। আর এসব আসামিদের নিয়োজিত আইনজীবি রয়েছেন। কিন্তু লকাপে আসার সাথে সাথেই নামধারী কিছু আইনজীবি সহকারিরা তাদেরকে দ্রুত জামিন করানোর কথা বলে প্রলোভন দেন এবং কৌশলে উকালত নামায় স্বাক্ষর নিয়ে চলে যায়। এমনকি তাদের কাছ থেকে পরিবারের মোবাইল নম্বর নিয়ে কৌশলে বিকাশে টাকা চায়। কিন্তু জামিন না করিয়ে কোর্ট খোলার পর জামিন আবেদন করলে তাদের প্রকৃত আইনজীবি পড়েন বিপাকে। এরকম ঘটনা প্রায়ই ঘটছে। তাদের এই অনৈতিক কাজের সুযোগ করে দিচ্ছে অসাধু কিছু পুলিশ সদস্য। অনেক সময় দেখা যায়, কিছু আইনজীবিরাও এসব করে থাকেন। সমিতি থেকে বেশ কয়েকজনকে সতর্কতামূলক নোটিশও দেয়া হয়েছে। কিন্তু তারপরও এসব চলছে।
আইনজীবি সহকারি সমিতির সভাপতি নির্ধন দাস জানান, সরকারি ছুটির দিনে আদালত প্রাঙ্গণে প্রয়োজন ছাড়া সহকারিদের প্রবেশ নিষেধ। যারা এসব অনেতিক কাজের সাথে জড়িত তাদের তালিকা করে সমিতির পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হবে।