Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জগদীশপুর বাগান ব্যবস্থাপক ফ্যাক্টরী বাবু’র অপসারণের দাবীতে চা শ্রমিকদের কর্মবিরতি

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে ন্যাশনাল টি কোম্পানী (্এনটিসি)’র জগদীশপুর চা বাগানে চা পাতা চুরির ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকরা বাগান ব্যবস্থাপকের অপসারণের দাবীতে কর্মবিরতি পালন করছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টা থেকে ওই বাগানের শ্রমিকরা কর্মবিরতি শুরু করে। জানা যায় বাগানের কারখানা শ্রমিক মাখন মুন্ডা (৩৫) সকাল সাড়ে ৭ টার দিকে কারখানায় ঢুকে চা পাতা চুরি করে নিয়ে যাওয়ার সময় বাগানের সাবেক শ্রমিক হারুন মিয়া পাতা চুরির দৃশ্যটি তার মোবাইল ফোনে ভিডিও চিত্র ধারণ করে। পরে ভিডিও চিত্রটি বাগান ব্যবস্থাপক শাহাদাৎ হোসেন সহ অন্যান্য কর্মকর্তাদের প্রদর্শন করলে তারা পরবর্র্তী সিদ্ধান্ত গ্রহণের পূর্বে মাখন মুন্ডাকে কাজে যোগ দেওয়া থেকে বিরত থাকার জন্য তাৎক্ষণিক সিদ্ধান্ত নেয়। সকাল ৯ টার দিকে মাখন মুন্ডা কাজে যোগদান করতে আসলে ফ্যাক্টরী বাবু হাসান মিয়া তাকে ব্যবস্থাপক সহ অন্যান্য কর্মকর্তাদের সিদ্ধান্তের কথা জানিয়ে দেয়। এরই প্রেক্ষিতে সাড়ে ১০টার দিকে সাইরেন বাজিয়ে সকল চা শ্রমিকদের একত্রিত করে শ্রমিক নেতা নরেশ কৈরী, সন্তোষ মুন্ডা, নিবারণ বৈদ্যর নেতৃত্বে কর্মবিরতি পালন শুরু করে শ্রমিকরা। এ সময় শ্রমিকরা বাগান ব্যবস্থাপক শাহদাৎ হোসেন ও ফ্যাক্টরী বাবু ফারুক মিয়ার অপসারণের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে। বাগান ব্যবস্থাপক জানান, ভিডিও চিত্রটি দেখে মাখন মুন্ডাকে শুধু ফ্যাক্টরীতে কাজে যোগদানে বিরত থাকার কথা বলেছি। কারণ তার দ্বারা বাগানের ফ্যাক্টরীর আরো বড় ক্ষতির আশংকা রয়েছে। এ ব্যাপারে বাগান পঞ্চায়েত সভাপতি রাখাল সাওতাল বাগানের কাজ বন্ধ রাখার কথা স্বীকার করে বলেন বর্তমান ম্যানেজার ও ফ্যাক্টরী বাবু ফারুককে আমরা চাই না। অবিলম্বে তাদেরকে অন্য বাগানে চলে যেতে হবে। তারা আমাদেরকে অনেক দাবী দাওয়া দেম দিচ্ছি করে ঘুরাচ্ছে। শ্রমিকদের অনেক বাসা বাড়ি ভেঙ্গে দিয়েছে। মাখন মুন্ডার চা পাতা চুরির ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি এটাকে ষড়যন্ত্র বলে দাবি করেন। বিকেল ৪টা পর্যন্ত তেলিয়াপাড়া ও চণ্ডিছড়া চা বাগান ব্যবস্থাপকগণ বিষয়টি মিমাংসার চেষ্টায় বৈঠকে বসছেন বলে জানা যায়।