Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ভোজ্য তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাসদের বিক্ষোভ মিছিল অনুষ্টিত

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ এর কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় ভোজ্য তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল পূর্ব হবিগঞ্জ খোয়াইমুখ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- বাসদ হবিগঞ্জ জেলা শাখার সমন্বয়ক, বামজোটের অন্যতম নেতা জেলা এডভোকেট সমিতির কার্যকরী কমিটির সিনিয়র সদস্য এডঃ জুনায়েদ আহমেদ, জেলা বাসদের সদস্য কমরেড হুমায়ূন খান। সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন- নির্মাণ শ্রমিক নেতা ইকবাল, উসমান আলী, টমটম শ্রমিক নেতা বুলবুল, ছাত্রনেতা অনিন্দ্য চৌধুরী, সাকিব, আলিফ রায়হান, মিনহাজুর রহমান তারেক, অটোরিক্সা শ্রমিক জাহাঙ্গীর, সাহিত্যিক সিদ্দিকী হারুন প্রমুখ। বক্তারা গভীর ক্ষোভের সহিত বলেন যে, সরকারের মদদে ভোজ্য তেলসহ নিত্যপণ্যের দাম ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন অজুহাতে বার বার মূল্যবৃদ্ধি করে যাচ্ছে। সিন্ডিকেটের পাহাড়াদার, ফ্যাসিবাদী আওয়ামী সরকার শ্রমজীবী দরিদ্র কৃষক জনগণের কথা না ভেবে লুটপাটকারী-দুর্নীতিবাজ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করে চলছে। ফলে শ্রমজীবী মেহনতি মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে পুঁজিবাদী সমাজ ব্যবস্থার পরিবর্তন ছাড়া গরীব মানুষের স্বার্থরক্ষার বিকল্প নাই। তাই সকল শ্রেণীপেশার জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন একান্ত প্রয়োজন। বক্তাগণ অবিলম্বে ভোজ্যতেল সহ নিত্যপণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার আয়ত্বে রাখার জন্য সরকারের প্রতি আহবান জানান।