Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

লক্ষ্যমাত্রা বছরে অতিরিক্ত ৫শ টন মাছ উৎপাদন

স্টাফ রিপোর্টার ॥ ‘অন্ন বস্ত্র বাসস্থান মাছ চাষে সমাধান’ শ্লোগান নিয়ে হবিগঞ্জের মৎস্য ভান্ডর খ্যাত বানিয়াচঙ্গ উপজেলার হাওরে উন্মুক্ত জলাশয়ে ৫ লাখ মাছের পোনা ছাড়বে ব্র্যাক। গতকাল সোমবার দুপুরে উপজেলার সুনারু গ্রামে ১ লাখ মাছের পোনা অবমুক্তির মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন।
এ উপলক্ষে আয়োজিত ব্যাক আইডিপি বানিয়াচঙ্গ উপজেলা সমন্বয়কারী মো. মহসিন উদ্দিন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্টানে আরও বক্তৃতা করেন, জেলা মৎস্য কর্মকর্তা আশরাফ উদ্দিন আহমেদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহ আলম, বানিয়াচঙ্গ উপজেলার এসিল্যান্ড মশিউর রহমান, ব্র্যাক এর জেলা প্রতিনিধি ফিরুজ ভূইয়া, সিনিয়র মৎস্য কর্মকর্তা রমনী মোহন পাল ও জীবন কুমার রায়।
পরে সুনারু গ্রাম সংলগ্ন হাওরে রুই, কাতলা মৃগেল, সিলভারসহ বিভিন্ন জাতের পোনা অবমুক্ত করা হয়। উপজেলার ২০টি পয়েন্টে এই পোনা ছাড়া হবে। এর মাধ্যমে উপজেলায় ৫শ টন অতিরিক্ত মাছ উৎপাদনের আশা করছেন ব্র্যাক কর্মকর্তারা। এতে করে যেমন আমিষের চাহিদা মিটবে তেমনিভাবে সেখানকার লোকজনের দারিদ্র বিমোচন হবে।
ব্যাক কর্মকর্তারা আরও জানান, ব্যাক এর ইনটিগ্রেটেড ডেভলাপমেন্ট প্রোগ্রাম এর আওতায় হবিগঞ্জের বানিয়াচঙ্গ ও সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় এ ধরণের কার্যক্রম বাস্তবায়ন করছে। উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ ছাড়াও বানিয়াচঙ্গ উপজেলার ৮৪০জন দরিদ্র লোকজনকে মৎস্য চাষে প্রশিক্ষণ দেয়া হয়েছে। ভাসমান পানিতে কাচাঁর ভিতর মাছ চাষ, ফেনে বা পাটি দিয়ে মাছ চাষ ও পুকুরে মাছ চাষের পদ্ধতি শিখিয়ে এবং খামাড় গড়ে তুলে অনেক দরিদ্র লোকজনকে স্বাবলম্বি করতে ভূমিকা রাখছে এই প্রকল্প।