Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ের সৈদ্যারটুলা ছান্দের সংঘর্ষের ঘটনায় ৫শ জনের বিরুদ্ধে পুলিশের মামলা ॥ আটক ১৯

মখলিছ মিয়া, বানিয়চং থেকে ॥ বানিয়াচংয়ে সরদার নিয়োগ নিয়ে দু’পক্ষের ভয়াবহ সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ৫শ লোকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এ ঘটনায় এ পর্যন্ত গ্রেফতার হয়েছে ১৯ জন। গ্রেফতারকৃতদের গতকাল আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে। বানিয়াচং থানার এসআই সন্তোষ চৌধুরী বাদী হয়ে ২নং উত্তর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান হায়দারুজ্জামান খান ধন মিয়া, এডভোকেট নজরুল ইসলাম খান, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খানসহ ৯৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪৫০/৫১০ জনকে আসামী করে এ মামলাটি দায়ের করেন। মামলাটির তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে থানার এসআই অঞ্জন কুমার সাহাকে। গত ৫মে বানিয়াচংয়ের সৈদ্যারটুলা গ্রামে সরদার নিয়োগ নিয়ে দু’পক্ষের ভয়াবহ সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। ওই দিন সকালে উপজেলার সৈদরটুলা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, উপজেলা সদরের সৈদরটুলা ছান্দের অধীন ৭টি মহল্লা রয়েছে। এ ছান্দের বেশকিছু জমি ও জলমহাল রয়েছে। আছে লক্ষ্মীবাউড় জলাবনও। এখানে অর্ধশতাধিক জলমহাল ও ধানের জমি রয়েছে। যা থেকে বছরে অন্তত ২ থেকে আড়াই কোটি টাকা আয় হয়। তাই এ ছান্দের সরদার হওয়া নিয়ে অনেকেরই বেশ আগ্রহ থাকে। সরদার নিয়োগ নিয়ে দীর্ঘদিন থেকে দু’টি গ্রুপের মধ্যে দলাদলি ও উত্তেজনা বিরাজ করছিল। গত কয়েকমাস পূর্বে ছান্দের একটি অংশের সদস্যের মতামতের ভিত্তিতে এডভোকেট নজরুল ইসলাম খানকে সরদার নিয়োগ করা হয়। এরপর থেকে ইউপি চেয়ারম্যান হায়দারুজ্জামান ধন মিয়ার লোকজনের সঙ্গে এডভোকেট নজরুল ইসলাম ও ইকবাল বাহার খানের পক্ষের লোকজনের বিরোধ চরম আকার ধারণ করে। এর জের ধরে বৃহস্পতিবার সকালে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক লোক আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ২৪ রাউন্ড টিয়ারশেল, ১শ ২৯ রাউন্ড রাবার বুলেট, ১২ রাউন্ড শিষা বুলেট নিপেক্ষ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে গুরুতর আহত কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও ৩ জনকে ঢাকা প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান, টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিপেক্ষ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ এ পর্যন্ত ১৯ জনকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের ধরতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে গতকাল সংঘর্ষের স্থান পরিদর্শন করেছেন পুলিশ সুপার এসএম মুরাদ আলী। এ সময় সাথে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসাইন, ইন্সপেক্টর (তদন্ত) মোঃ কবির হোসাইন। পরিদর্শনকালে পুলিশ সুপার দাঙ্গায় ক্ষতিগ্রস্থ বিভিন্ন ঘরবাড়ী ঘুরে ঘুরে দেখেন। এ ঘটনাকে কেন্দ্র করে আর যেন কোন প্রকার সহিংসতা না হয়, সে জন্য আইন শৃংখলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলেছেন।