Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সাতছড়িতে পর্যটকদের উপচে-পড়া ভীড়

স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘদুই বছর পর করোনার দখল কাটিয়ে ঈদের ছুটিতে হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে পর্যটকদের পদচারনায় এখন মুখরিত হয়ে উঠছে। পরিবার পরিজন নিয়ে দেশের দুর-দুড়ান্ত জেলা থেকে ঈদের আনন্দকে উপভোগ করতে এসেছেন পর্যটকদের । প্রকৃতির সৌন্দর্য্য উপভোগ করে পর্যটকরা অত্যন্ত খুশি। স্থানীরা জানান, মহামারী করোনায় দীর্ঘ দুই বছর ঘরবন্ধি থাকার পর ঈদের ছুটিতে চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে এখন পর্যটকদের উপচে-পড়া ভীড়। হাজার হাজার দর্শনার্থীর পদচারনায় এখন মুখরিত গোটা এলাকা। ঈদের দিন বিকেল থেকে শুরু হয় দশনার্থীদের পদচারনা চলবে সপ্তাহ পর্যন্ত। তবে পর্যটকদের ভীড়ের কারনে উদ্যাণে থাকা পশুপাখি অনেকটা নিরবে চলে গেছে।
প্রকৃতকে উপভোগ করতে দেশের বিভিন্নস্থান থেকে হাজারো দর্শনার্থী এখন নিজেদের মত করে আনন্দ উপভোগ করছেন। পর্যটকদের নিরাপত্তা দিতে ২৫ জন স্বেচ্চাসেবীসহ রয়েছে নিজেস্ব গাইড। পাশাপাশি সিসি ক্যামেরায় সার্বক্ষনিক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বি-বাড়িয়া থেকে আসা মিতু নামে এক পর্যটক জানান, করোনার কারনে দুই বছর ঘর থেকে বের হওয়া সম্ভব হয়নি, এবার ঈদে সাতছড়িতে বেড়াতে এসে অত্যন্ত খুশি। তিনি বলেন প্রকৃতিকে উপভোগ করতে গেলে এখাসে আসা প্রয়োজন। ঢাকা থেকে ঘুরতে আসা পর্যটক মীর হোসেন জানান, এখানে না আসলে প্রকৃতিকে উপভোগ করতে পারতাম না। তিনি বলেন, সাতছড়ির গহীন অরন্যে ঘুরতে গেলে গাইড নিয়ে যেতে হয়। গাইড থাকার কারনে পর্যটকদের কষ্ট অনেকটা লাঘব হয়েছে। সিলেট থেকে ঘুরতে আসা পর্যটক জান্নাতুল ফেরদৌস জানান, দীর্ঘদিন পর ঈদের ছুটিতে পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসে অনেক ভাল লেগেছে। পরিবারের সকলে মিলে আনন্দ উপভোগ করতে পারছি খুবই ভাল লাগছে। ঢাকা থেকে ঘুরতে আসা শিক্ষার্থী অর্ণব জানান, সাতছড়ি ঘুরতে আসছি প্রকৃতিকে দেখার জন্য। এখানে আসলে অনেক কিছূ দেখা সম্ভব হয়েছে। সে জানায়, মানুষ বেশি হওয়ার কারনে পশু-পাখি কিছুই দেখতে পাই না। কারন মানুষের ভীড়ে পশু-পাখি অনেক দূরে চলে গেছে। সাতছড়ি পার্কের ব্যবস্থাপনা কমিটির সদস্য আবুল কালাম আজাদ জানান, প্রায় দুই বছর আমাদের সাতছড়ি জাতীয় উদ্যাণ বন্ধছিল। অনেকদিন পর সাতছড়ি উদ্যাণ মুখরিত হয়েছে। তিনি বলেন, পর্যটকরা ঈদের এক সপ্তাহ ভীড় করেবে এরপর আবার আগের নিয়মে চলবে। তিনি বলেন, প্রকৃতিকে উপভোগ করতে হলে সাতছড়িতে আসা প্রয়োজন। সাতছড়ি বিটের ভারপ্রাপ্ত রেঞ্জার মাজহারুল ইসলাম চৌধুরী জানান, পর্যটকদের নিরাপত্তার জন্য আমাদের ২৫ জন নিজেস্ব স্বেচ্ছাসেবক রয়েছে। পাশাপাশি সিসি টিভির মাধ্যমে নিরাপত্তার ব্যবস্থাও রয়েছে। তিনি বলেন, পর্যটক যাতে করে নির্ভিগ্নে ঘুরাফেরা করতে পারে সেজন্য আমরা সকল ধরনের প্রস্তুতি গ্রহন করেছি। থানা-পুলিশ সার্বক্ষনিক মনিটরিং করছে। আশাকির পর্যটক অত্যন্ত সুন্দরভাবে তাদের ঈদ আনন্দ উপভোগ করতে পারবে।