Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে উপজেলা বিএনপির কাউন্সিল ॥ দু’ভাগে বিভক্তি দলীয় নেতাকর্মীরা

নবীগঞ্জ প্রতিনিধি ॥ আগামী ৮ মে নবীগঞ্জ উপজেলা বিএনপির কাউন্সিলর ও সম্মেলন। এ সম্মেলনকে কেন্দ্র করে দলের মাঝে বিভক্তি দেখা দিয়েছে। এ ছাড়া ফেসবুকে কাউন্সিলের তফশীল ঘোষনা নিয়ে ক্ষোভ বিরাজ করছে বিএনপির ত্যাগী ও তৃণমুল নেতাকর্মীদের মাঝে। কাউন্সিলকে কেন্দ্র করে দু’পক্ষের মাঝে উত্তেজনাও লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে বিভিন্ন অনিয়মের ইত্থাপন করে সাবেক এমপি শেখ সুজাত মিয়া পক্ষের নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে চরম উত্তেজনা।
দলীয় সুত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলা বিএনপি দীর্ঘদিন ধরে দূ’ভাগে বিভক্ত। এক গ্রুপে নেতৃত্ব দিচ্ছেন সাবেক এমপি ও কেন্দ্রীয় নেতা শেখ সুজাত মিয়া। অপর গ্রুপে নেতৃত্ব দিচ্ছেন সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফু। ইতিপূর্বে আহ্বায়ক কমিটি উপজেলার ১৩টি ইউনিয়ন কমিটি গঠন করেন। ফলে জেলা বিএনপি আগামী ৮ মে নবীগঞ্জ উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিলের তারিখ নির্ধারন করেন। কাউন্সিলকে সামনে রেখে বিএনপির নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ দেখা দিয়েছে। পাশাপাশি উত্তেজনাকর পরিস্থিতিও লক্ষনীয়। অনেকে রক্তক্ষয়ী সংঘর্ষেরও আশংকা করেছেন। অভিযোগ উঠেছে, ৮ মে কাউন্সিলের ব্যাপারে বৈধভাবে কোন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। তবে ফেসবুকে তফশীল ঘোষণা করা হয়। ফলে অনেকের কাউন্সিলে প্রার্থী হবার ইচ্ছা থাকলে অবগত না হওয়ায় ফরম সংগ্রহ করতে পারেন নি বলেও মৌখিক অভিযোগ করছেন। অন্যদিকে তফশীলে মনোনয়ন ফরম তাহসীন প্লাজা থেকে বিতরণের কথা বললেও ওই তাহসীন প্লাজা এখন নির্মাণাধীন।