Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শায়েস্তাগঞ্জে ঈদকে সামনে রেখে মাদক ব্যবসা জমজমাট ॥ চুরি, ছিনতাই বৃদ্ধি

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে ঈদকে সামনে রেখে মাদক ব্যবসা জমে উঠেছে। প্রতিদিনই শায়েস্তাগঞ্জের বিভিন্ন স্পটে মাদক বিক্রি হচ্ছে। অভিযোগ রয়েছে, আইন শৃংখলা বাহিনীর কিছু অসাধু সদস্যদেরকে কমিশন দিয়েই তারা এসব চালিয়ে যাচ্ছে। যদিও পুলিশের তৎপরতায় এসব কিছুটা বন্ধ ছিলো। কিন্তু ঈদুল ফিতর আসার সাথে সাথেই কয়েকদিন ধরেই চুনারুঘাট ও মাধবপুর সীমান্ত দিয়ে অবাধে গাঁজা, ফেনসিডিল, ইয়াবাসহ বিভিন্ন মাদক শায়েস্তাগঞ্জসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে। এতে একদিকে যুব সমাজ ধ্বংস হচ্ছে। অন্যদিকে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ বৃদ্ধি পেয়েছে।
আইন শৃংখলা বাহিনীর তালিকায় মাদকের চিহ্নিত স্পট হলো, শায়েস্তাগঞ্জ মহলুল সুনাম, বিরামচর, নিজগাঁও, রেল কলোনী, পুরান বাজার, দেউন্দি সড়ক। সন্ধ্যার পরই এসব স্পটে অবাধে মাদক বিক্রি হচ্ছে। আর মাদক বিক্রির টাকা যোগাড়ে যুবকরা শায়েস্তাগঞ্জের ট্রেনের যাত্রীদের কাছ থেকে মূল্যবান জিনিসপত্র ছিনতাই করছে। গত দুই দিন আগে পুলিশ যাত্রীদের কাছ থেকে ছিনতাইয়ের সময় দুই জনকে হাতেনাতে আটক করে। পরে তাদেরকে আদালতে প্রেরণ করে। তবে পুলিশ বলছে, মাদক ও ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে।