Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে রাস্তায় দিয়ে চলাচলে বাধা প্রদান ॥ অভিযোগ দায়ের

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে বাউশা ইউনিয়নের দাশের কোনা গ্রামের ছরকুম উল্লার পুত্র কমরু মিয়ার বিরুদ্ধে রাস্তায় চলা চলের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবরে দাশের কোনা গ্রামের ১৭টি পরিবারের লোকজন লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, উল্লেখিত গ্রামের কমরু মিয়া ১৯৯৬ সনে সফাত উল্লার কাছে রেজেসষ্টারী মূলে বিক্রি করেন। পরে এই জায়গা কৌশলে তার নামে রেকর্ড করেন। গত কিছুদিন পূর্বে দাশের কোনা গ্রামের লোকজন তার বাড়ির সামনের রাস্তা দিয়ে চলা চল করতে গেলে তিনি বাধা প্রদান করেন। গ্রামবাসী তার বাঁধা দেওয়ার কারন জানতে চাইলে তিনি বলেন এই রাস্তার জায়গা আমার মালিকানা সম্পত্তি ওই রাস্তা দিয়ে আর কেউ চলা চল করতে পারবেনা। গ্রাম্য সালিশে বিচারকগন বলেন, দাশের কোনা মৌজার জে এল নং আর এস খতিয়ান ৭২,১০৬ গং আর এস দাগ নং ২৬০, ২৬১, ১৮১ শ্রেণী রাস্তা ও গোপাট ছাড়া। ওই রেকর্ডীয় রাস্তা দিয়ে গ্রামের পূর্ব পুরুষরা চলাচল করেছিল। তারই ধারাবাহিকতায় এখনের প্রজন্ম চলাচল করছে। রাস্তা দিয়ে চলাচল আর কোন বাঁধা না দেয়ার রায় হয় গ্রাম্য বিচারের। রায় অমান্য করে কমরু মিয়া চলাচলে বাধা সৃষ্টি করেই আসছেন। এ ঘটনায় গ্রামবাসীর পক্ষে ১৭টি পরিবারের লোকজন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিকট লিখিত অভিযোগ দাখিল করেন। সহকারী কমিশনার ভূমি উত্তম কুমার দাশ বলেন ঘটনা সত্য প্রমান হলে আইননুক ব্যবস্থা নেওয়া হবে।