Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচং প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৭ এপ্রিল বুধবার বড়বাজারস্থ রান্নাঘর রেস্টুরেন্টে প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মখলিছ মিয়ার সঞ্চালনায় ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বানিয়াচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান, ১নং বানিয়াচং উত্তর-পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান খান। মোনাজাত পরিচালনা করেন অবসরপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা আলম উদ্দিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ২নং বানিয়াচং উত্তর-পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া, বানিয়াচং থানার ওসি (তদন্ত) কবির হোসেন, জাতীয় পার্টির আহবায়ক মকছুদুজ্জামান খান মকছু, সদস্য সচিব আরশাদ হোসেন খান বিপলু, বিএনপির সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন, বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক আঙ্গুর মিয়া, যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর মিয়া, শিক্ষক আবুল মনসুর তুহিন, সময় টিভির হবিগঞ্জ জেলার ভিডিও জার্নালিস্ট একে আজাদ, সমকাল বানিয়াচং উপজেলা প্রতিনিধি রায়হান উদ্দিন সুমন, বানিয়াচং ক্রিকেট ক্লাবের সভাপতি ইকবাল হোসেন খান মনি, সাধারণ সম্পাদক দিদারুল আলম বাবলু, ওয়েভ ফাউন্ডেশনের সিলেট ডিভিশনাল ফ্যাসিলেটেটর শাহজাহান মিয়া, ঢাকা আহ্ছানিয়া মিশনের বানিয়াচং উপজেলা কো-অর্ডিনেটর খন্দকার রিয়াদুর রহমান, ইউপি মেম্বার নাসির মিয়া, বানিয়াচং উপজেলা কৃষকলীগের আহবায়ক সেবুল ঠাকুর, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আশরাফ চৌধুরী বাবু, স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশনের সহ-সভাপতি কাউসার আহমেদ, সুফিয়া-মতিন মহিলা কলেজের সাবেক শিক্ষক সামায়ূন ঠাকুর, সমাজকর্মী জুবায়ের খান, সৈয়দ ফয়সল আহমেদ, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রুবেল মিয়া, যুবলীগ নেতা মারুফ, সাবেক ছাত্রদল নেতা নিপ্পন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি মামুন হোসেন খান, যুবলীগ নেতা সেবুল চৌধুরী, বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্য রিপন খান, ক্রিকেট ক্লাবের সাংগঠনিক সম্পাদক রুবেল খান, সাবেক ছাত্রদল নেতা দেলোয়ার হোসেন, বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সদস্য আনোয়ার হোসেন, সাংবাদিক মো: সেলিম মিয়া, শেখ জোবায়ের জসিম, পিয়ানুর আহমেদ হাসান, হাবিবুর রহমান মাসুক, সৈয়দ মছরুর আহমেদ, তৌহিদুর রহমান পলাশ, মুক্তাদির হাসান সেবুল, রিতেশ কুমার বৈষ্ণব, মাজহারুল ইসলাম অপু, হৃদয় হাসান শিশির, আকলিছুর রহমান সাগর, ইমতিয়াজ আহমেদ নিলু, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী তানভীর রহমান, ছাত্রলীগ নেতা জয় চৌধুরী, কবি খায়রুল আলম রাজু, এলজিইডি বানিয়াচং উপজেলা অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর কামরুল হাসান, পরিবার-পরিকল্পনা অধিদপ্তরের কর্মী হাসান, মিজান ঠাকুর, কৃষকলীগ নেতা মাসুম খান, ছাত্রলীগ নেতা মিলন খান, ইশতিয়াক এ সাকিব প্রমূখ।