Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জ থেকে উদ্ধার হওয়া মহিলা কাউন্সিলর পারভিনকে গাজীপুর পুলিশের কাছে হস্তান্তর

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ থেকে উদ্ধার হওয়া ঢাকার গাজীপুরের অপহৃত মহিলা কাউন্সিলর পারভিন আক্তারকে রবিবার রাত আড়াইটার দিকে গাজীপুর পুলিশ ও তার অভিভাবকদের কাছ হস্তান্তর করেছে নবীগঞ্জ থানা পুলিশ। রাতেই তারা কাউন্সিলর পারভীন আক্তারকে নিয়ে ঢাকা গাজীপুরের উদ্দ্যেশে রওয়ানা দিয়েছেন। শনিবার রাত সাড়ে ৭টার দিকে নবীগঞ্জের আউশকান্দি বাজারের এফডি মার্কেটের সামন থেকে হাত পা ও মূখ বাধা অচেতন অবস্থায় মহিলা কাউন্সিলর পারভীনকে নবীগঞ্জ থানা পুলিশ উদ্ধার করে। পরে তাকে উপজেলা হাসপাতলে নিযে চিকিৎসা করা হয়। কাউন্সিলর পারভীন (৩২) গাজীপুর সদর উপজেলার দক্ষিণ পানিশাইল পলাশ হাউজিং এলাকার মৃত বীর মুক্তিযোদ্ধা চাঁন মিয়ার মেয়ে। তার স্বামী মিনহাজুল ইসলাম। গত শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে বাসা থেকে একটি সালিশ বিচারে যাওযার উদ্দেশ্যে গাজিপুর ১,২ ও ৩নং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পারভিন আক্তার বের হয়ে নিখোঁজ হন। পানিশাইল ব্যাটারী ফ্যাক্টরির পাশে একটি শালিস বৈঠকে যোগ দিতে বের হয়ে আর বাড়ি ফিরেননি। রাতেও বাড়ি না ফেরায় তার স্বামী মিনহাজুল ইসলাম রাত ৯টায় জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। শালিসে যাবার সময় তার কাছে ব্যবহৃত মোবাইল ফোন ও ছিলনা। তার পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করে তার কোন সন্ধান পাননি। তাকে উদ্ধারের দাবীতে শনিবার সকালে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। এদিকে গতকাল শনিবার রাত সাড়ে ৭টার দিকে নবীগঞ্জ থানার এস আই মিজানুর রহমান খবর পেয়ে ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি বাজারের এফডি মার্কেটের সামন থেকে তাকে হাত পা বাধা অচেতন অবস্থায় উদ্ধার করে। পুলিশ পরে তাকে নবীগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে চিকিৎসা করায়। বর্তমানে তার অবস্থা আশংকামুক্ত রয়েছে। এ ব্যাপারে মহিলা কাউন্সিলর পারভিন আক্তার জানান, তাকে পুর্ব পরিকল্পিতভাবে সালিশ বিচারে নেয়া হয়। এবং তিনি যাওয়া মাত্রই তার পিতা বীরমুক্তিযোদ্ধা চান মিয়া হত্যাকারী ৭-৮ জনের একদল আসামী তাকে জোরপুর্বক একটি প্রাইভেট মাইক্রোতে তুলে নিয়ে যায়। এবং এ দুই দিন তাকে তার পিতা হত্যার মামলা তুলে নেয়ার জন্য মারধর করা হয়। পরে বিভিন্ন জায়গায় রেখে শনিবার রাতে গাড়িতে হাত পা বেধে রাস্তার সামনে ফেলে রেখে চলে যায়। এ সময় ওই মার্কেটের বাসিন্দা স্মৃতি রানী সুত্রধর ঘঁটনাটি দেখতে পেয়ে সুরচিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে পুলিশে খবর দেয়া হয়। ঘটনার খবর পেয়ে হাসপাতাল ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ লুৎফর রহমান, পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, অফিসার ইনচার্জ লিয়াকত আলী, টিএইচও ডাঃ অর্ধেন্দু দেব। ছুটে আসেন একঝাঁক সংবাদ কর্মী। পরে সকলের উপস্থিতিতে অপহৃত পারভীন আক্তার ঘটনার বর্ণনা দেন। এ সময় মোবাইল ফোনে জেলা প্রশাসক জয়নাল আবেদীন অপহৃতার সাথে কথা বলে খোজ খবর নেন। এক পর্যায়ে কাউন্সিলর পুলিশি হেফাজতে থাকার ইচ্ছা প্রকাশ করলে পুলিশ স্কটে তাকে থানায় পুলিশ হেফাজতে রাখা হয়। খবর পেয়ে রাতেই গাজীপুর পুলিশ ও পরিবারের লোকজন নবীগঞ্জ ছুটে আসেন।