Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলন করায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল রোববার সকালে সহকারী কমিশনার (ভুমি) মোঃ শফিউল্লাহ উপজেলার জগদীশপুর ইউনিয়নের রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে ট্র্যাক্টরে করে বিক্রি করার অভিযোগে নির্মল পাল তাতিকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। উল্লেখ্য যে, মাধবপুর উপজেলার ৫টি বালু মহালের মধ্যে মাত্র মনতলা বালু মহাল ইজারা প্রদান করা হয়। বাকী ৪টি মহাল সরকারীভাবে ইজারা না হলেও বালু উত্তোলন বন্ধ হয়নি। প্রায় প্রতিদিনই একটি প্রভাবশালী মহল সিন্ডিকেটের মাধ্যম্যে হাজার হাজার ঘনফুট বালু অবৈধভাবে উত্তোলন করে নামে-বেনামে রয়েলিটি আদায় করে চলছে। ফলে সরকার লক্ষ লক্ষ টাকার-রাজস্ব হারাচ্ছে। উপজেলার সার্ভেয়ার মনিরুজামান জানান- উপজেলার ৫টি বালু মহালের মধ্যে -বোরহানপুর, ভবানিপুর, দুর্লভপুর, আফজলপুর, বহরা মৌজার সমন্বয়ে মনতলা বালু মহাল ইজারা হয়েছে। বাকীগুলো ইজারা হয়নি।