Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

যুবলীগের ইফতার বিতরণকালে এমপি আবু জাহির ॥ অসাধু ব্যবসায়ীদের লাগাম টেনে ধরেছে সরকার

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, সরকার সাধারণ জনগণের জন্য ন্যায্যমূল্য নিশ্চিতে অসাধু ব্যবসায়ীদের লাগাম টেনে ধরেছে। রমজানের শুরুতে কিছু ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের বেশিমূল্য নিলেও পরবর্তীতে বাজার মনিটরিং বাড়িয়ে দুস্কৃতিকারীদের জরিমানা করায় এখন বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত হয়েছে।
তিনি গতকাল বুধবার বিকালে হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকায় জেলা যুবলীগের উদ্যোগে অস্বচ্ছল মানুষদের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের আহবানে দুই শতাধিক মানুষকে ইফতার দিয়েছে যুবলীগ। এ সময় এমপি আবু জাহির আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাকালে সকল শ্রেণি পেশার মানুষকে বিভিন্নভাবে প্রণোদনা দিয়েছেন। এর আগে কোন সরকার আওয়ামী লীগ সরকারের মতো পাশে দাঁড়ায়নি। এ সময় তিনি জঙ্গী ও সন্ত্রাসবাদ সৃষ্টিকারীদের বিপক্ষে অবস্থান নেয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী ও কোষাধ্যক্ষ মিজানুর রহমান শামীম।
আরও উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সহ সভাপতি শাহ মোঃ আরজু, হাজী সামছু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শফিকুজ্জামান হিরাজ, সমাজকল্যাণ সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী সুমন, প্রচার সম্পাদক আব্দুল হাকিম, উপ প্রচার সম্পাদক মোঃ আলম মিয়া, উপ দপ্তর সম্পাদক ধ্রুব জ্যোতি দাশ টিটু, সহ সম্পাদক মোঃ ফারুক মিয়া, সবুজ আহমেদ, সদস্য মোঃ রুহুল আমিন, জাহির আহমেদ, শাহ বাহার, পৌর যুবলীগের আহবায়ক ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী, যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন খান, এমএ মামুন প্রমুখ।