Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সদর হাসপাতালে লিফটের কাছে থাকেন অপারেটররা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের ২৫০ শয্যা হাসপাতালে লিফট অপারেটর না থাকায় যে কোনো সময় ঘটতে পারে দূর্ঘটনা। যদিও হাসপাতাল থেকে ৪ জন অপারেটর মাষ্টাররোলে নিয়োগ দেয়া হয়েছে। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যে কোনো সময়েই তাদেরকে লিফটের কাছে দেখা যায়। ৪ জনের নম্বর লিফটের ভিতরে স্টিকার দিয়ে বলা হয়েছে সমস্যা হলে যোগাযোগ করার জন্য। এমন পরিস্থিতিতে অভিযোগ উঠেছে, কারেন্টসহ বিভিন্ন সমস্যায় লিফটের ভেতর কেউ আটকা পড়লেও তাদের উদ্ধারে কেউ থাকে না। গতকাল বুধবার বিদ্যুত চলে যাওয়ায় এমন পরিস্থিতিতে পড়তে হয় অনেক রোগী ও তাদের স্বজনদের। জানা যায়, প্রতিদিন ওই লিফট দিয়ে গ্রামগঞ্জ থেকে আসা শত শত রোগীর স্বজন উঠানামা করেন। কিন্তু লিফট অপারেটর কাছে না থাকায় দুই পাশে পানের পিকসহ অপরিস্কার অবস্থা হয়েছে লিফটের। এ যেনো দেখার কেউ নেই। মাস শেষে এ ৪ অপারেটর সম্মানি নিলেও তাদেরকে ৫ মিনিটও ডিউটি করতে দেখা যায় না। এমন পরিস্থিতিতে যে কোনো সময় বড় ধরণের দূর্ঘটনা ঘটতে পারে। তাছাড়া কারেন্ট চলে গেলে লোকজন তাড়াহুড়ো করে নিজেরাই বেরিয়ে আসেন। এতে করে লিফটের ক্ষতি সাধন হচ্ছে। এ বিষয়ে তত্ত্বাবধায়ক আমিনুল ইসলাম সরকার জানান, মাষ্টাররোলে গণপূর্ত বিভাগ অপারেটর নিয়োগ দিয়েছে। সার্বক্ষনিকই দেখাশোনার কথা। যদি না থাকে তবে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।