Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সদর উপজেলার নিজামপুর ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি অনুমোদন

স্টাফ রিপোর্টার ॥ মোঃ কুতুব উদ্দিন সভাপতি ও মোঃ মাহফুজুর রহমান বাবুলকে সাধারণ সম্পাদক করে হবিগঞ্জ সদর উপজেলার নয় নম্বর নিজামপুর ইউনিয়ন আওয়ামী লীগের নতুন কমিটি আগামী তিন বছরের জন্য অনুমোদন দেয়া হয়েছে। গতকাল সোমবার সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইউপি চেয়ারম্যান এমএ মোত্তালিব ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান এই কমিটির অনুমোদন দিয়েছেন। কমিটিতে সহ-সভাপতি করা হয়েছে মোঃ ফারুকুল ইসলাম আনসারী, হাজী মোঃ চান মিয়া, মোঃ শফিকুর রহমান, মোঃ আব্দুল জব্বার, হাজী মোঃ আব্দুস সামাদ, মোঃ জামাল সর্দার, আব্দুল বাসেত চৌধুরী তুহিন, মোঃ আব্দুল কাদির (সাবেক মেম্বার), মোঃ গহর আলী, মোঃ আবিদ মিয়া, মোঃ আব্দুর রউফ (সাবেক মেম্বার), মোঃ ইকবাল মিয়া ও শ্রী মেঘন চন্দ্র শীলকে। এ ছাড়া মোঃ আব্দুর রউফ তালুকদার (বর্তমান মেম্বার), মোঃ ছালেক মিয়া (ধুলিয়াখাল), মোঃ সাইফুল ইসলাম (বাতাসর), মোঃ আব্বাস উদ্দিন ও মোঃ আব্দুল আউয়ালকে (উত্তর বড়চর) যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। সাংগঠনিক সম্পাদক মোঃ হুরাই মিয়া (বর্তমান মেম্বার), মোঃ গাজিউর রহমান তালুকদার দুলাই, মোঃ সাইফুল ইসলাম সোহেল (সাবেক মেম্বার), শামীম আহমেদ ও মোঃ আব্দুল কাইয়ুম।
কমিটিতে প্রচার সম্পাদক সাইফুল ইসলাম জামিল, দপ্তর সম্পাদক মোঃ মন্নর আলী, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল্লাহ (গৌরাঙ্গের চক), শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল খালেক, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ রজব আলী (সাবেক মেম্বার), বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ ফেরদৌস মিয়া, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ নূর মিয়া এবং মাহমুদা খাতুনকে মহিলা বিষয়ক সম্পাদক করা হয়েছে। আগামী মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে উপজেলা আওয়ামী লীগের দপ্তরে জমা দেয়ার জন্য নতুন কমিটিকে নির্দেশ দেয়া হয়। নতুন কমিটির নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি’র নেতৃত্বে আওয়ামী লীগকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।