Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

কমিউনিস্ট পার্টি সিপিবি’র গণঅবস্থান-বিক্ষোভ কর্মসূচী পালিত

প্রেস বিজ্ঞপ্তি ॥ টিসিবি’র গাড়ি- দোকানের সংখ্যা বৃদ্ধি কর, স্থায়ী রেশনিং ব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকান চালু কর, ঈদের আগে শ্রমিক কর্মচারীদের বেতন-বকেয়া-বোনাস পরিশোধ কর, গণতন্ত্র ও ভোটাধিকার আদায় কর, সর্বোপরী ভাত ও ভোটের অধিকার আদায়ে গণসংগ্রাম এগিয়ে নেয়ার আহবান জানিয়ে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে গণঅবস্থান-বিক্ষোভ কর্মসূচী পালন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি হবিগঞ্জ জেলা শাখা। গতকাল রবিবার (১৭ এপ্রিল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে নিমতলায় এই কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি কমরেড হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক পীযুষ চক্রবর্তী, জেলা কমিটির সদস্য এডভোকেট মখলিছুর রহমান, গণতান্ত্রিক আইনজীবী সমিতির আহবায়ক এডভোকেট রনধীর দাশ ও সিপিবি নেতা রনজন রায়। উপস্থিত ছিলেন মোঃ আহাদ আলী, বিষ্ণু সরকার, ঝন্টু সরকার, কাজল চক্রবর্তীসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় বক্তাগণ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকরী ব্যবস্থাসহ টিসিবির সংখ্যা বাড়ানো ও রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানান। ঘুষ-দূর্নীতি-লুটপাট সহ নানা অন্যায় কাজের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কমিউনিস্ট পার্টির পতাকাতলে লড়াই সংগ্রামে যুক্ত করার আহবান জানান।