Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির উদ্যেগে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৬ এপ্রিল শনিবার হবিগঞ্জ বার লাইব্রেরী হলরুমে এই আয়োজন করা হয়। জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সাবেক এমপি এম এ মুনিম চৌধুরী বাবুর সভাপতিত্বে ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সহ-সভাপতি জালাল উদ্দীন খান এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক এম এ মুমিন চৌধুরী বুলবুল, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম চৌধুরী, কদর আলী মোল্লা, জাতীয় যুবসংহতির কেন্দ্রীয় সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজল আহমেদ, জেলা জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি তাজ উদ্দিন বাবুল, জাতীয় যুবসংহতির আহ্বায়ক এডঃ শিবলী খায়ের, কৃষক পার্টির সভাপতি গাজী মিছবাহ উদ্দিন, সৈনিক পার্টির সভাপতি আবু তালেব, শায়েস্তাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুস সালাম, লাখাই উপজেলার জাতীয় পার্টির আহ্বায়ক নোমান মোল্লা, নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব এমরান মিয়া, যুগ্ম আহ্বায়ক হায়দর মিয়া, বানিয়াচং উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আফরোজ আফগান তালুকদার, জেলা জাতীয় যুবসংহতির সদস্য সচিব ওলিউর রহমান সোহাগ, বাহুবল উপজেলার জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুক আহমেদ, জেলা জাপানেতা ফরিদ মিয়া,নজরুল ইসলাম মাষ্টার, আব্দাল মিয়া, দীলিপ বর্মন, সুহেল রানা, বাহুবল উপজেলা জাতীয় মহিলা পার্টির সভাপতি হাসিনা আক্তার, নবীগঞ্জ উপজেলা জাতীয় যুবসংহতির সাধারণ সম্পাদক হাফেজ শেখ মিনহাজ উদ্দিন, লাখাই উপজেলা জাতীয় যুবসংহতির সাধারণ সম্পাদক রিপন মিয়া, যুবনেতা হেলাল আহমেদ, জাহেদ মিয়া, হারুন মিয়া, রাহীম আহমেদ, করম আলী, বাচ্চু মিয়া, সাবউদ্দিন খান, আমিন মিয়া, আশরাফ উদ্দিন, রুস্তম আলী সহ জাতীয় পার্টির বিপুল সংখ্যক নেতাকর্মী। ইফতার পূর্বে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক সফল রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং জাপা চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নুর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশ জাতীর সুখ সমৃদ্ধি কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন জেলা উলামা পার্টির আহ্বায়ক হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন জিহাদী।