Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

৭১’ এর পূর্বাপর বৃন্দাবন কলেজের সত্তরোর্ধ সহপাঠীদের আড্ডা

বিশেষ প্রতিনিধি ॥ মুক্তিযুদ্ধের পূর্বাপর হবিগঞ্জ বৃন্দাবন কলেজের সত্তরোর্ধ সহপাঠীদের স্মৃতি রোমন্তন আড্ডা বসে। ১৬ এপ্রিল শনিবার হবিগঞ্জ বাণিজ্যিক এলাকাস্থ উত্তরা কমপ্লেক্সের হলরুমে দুপুর-সন্ধ্যায় অনুষ্ঠিত আড্ডায় পারস্পরিক কুশল বিনিময়, স্মৃতি রোমন্তন ও সূখ-দুঃখের শেয়ারিং করেন। অর্ধশত বছর পর হবিগঞ্জ শহরে বসবাসরত সহপাঠীদের প্রত্যেকে তখনকার শিক্ষার পরিবেশ, বৃন্দাবন কলেজের শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি সহাবস্থানের উল্লেখযোগ্য স্মৃতিচারণ করেন। আড্ডায় অংশগ্রহণ করেন- সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, এডভোকেট আশরাফ উদ্দিন আহমেদ, প্রীতি কুসুম সিংহ, আব্দুল কাদির, মানিক পোদ্দার, দেবেশ সাহা, আনোয়ার শরীফ, দীপক রায়, বীর মুক্তিযোদ্ধা ব্যাংকার সৈয়দ জাহেদুল ইসলাম, প্রানেশ বনিক, সামছুদ্দিন মোস্তফা, সাবেক চেয়ারম্যান আক্রাম আলী, মাহমুদুর রহমান বাবুল, সাবেক কমিশনার মুকুল আচার্য্য, ব্যাংকার সুধাময় চৌধুরী, শ্যামল দত্ত, ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন, আব্দুল আওয়াল চৌধুরী, সাবেক চেয়ারম্যান শাহজাহান খান, বীর মুক্তিযোদ্ধা রাশিদুল হাসান চৌধুরী কাজল, ব্যাংকার আব্দুল ওয়াহেদ, সুজিত কুমার রায়, আব্দুল মতিন মাস্টার, কৃষিবিদ বীরেন্দ্র লাল রায়, ব্যাংকার মহিতোষ রায়, ব্যাংকার শংকর চন্দ, হাজী জালাল উদ্দিন মাস্টার, আবুল কালাম মাস্টার, সৈয়দ আজিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান, জিতু মিয়া চৌধুরী, ফরেস্টার আকবর হোসেন, মাস্টার শংকরানন্দ সূত্রধর প্রমুখ।