Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জ কৃষকলীগ সভাপতির পিতার মৃত্যুবার্ষিকীতে ইফতার মাহফিল

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বাংলাদেশ কৃষকলীগ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি এড. শেখ শাহনুর আলম ছানুর পিতা বিশিষ্ট সমাজ সেবক শেখ মদরিছ মিয়া মেম্বারের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে গত বৃহস্পতিবার নবীগঞ্জ পৌর এলাকার জয়নগরস্থ মরহুমের বাস ভবনে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের সাবেক সিভিল সার্জন ও স্বাস্থ্য বিভাগের সিলেট বিভাগীয় সহকারী পরিচালক ডাঃ এটিএম আব্দুর রকিব চৌধুরী, হবিগঞ্জ জেলা কৃষকলীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবির রেজা, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, বাউসা ইউপি চেয়ারম্যান আনোয়ারুর রহমান, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এটিএম নূরুল ইসলাম খেজুর, নবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সেফু, সাংগঠনিক সম্পাদক শিহাব আহমদ চৌধুরী, নবীগঞ্জ থানার সেকেন্ড অফিসার শাহজাহান সিরাজ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রভাষক মোহাম্মদ আলাউর রহমান, এসআই নুর মোহাম্মদ, এসআই আরিফ উল্লাহ, পৌর কাউন্সিলর মোঃ আলাউদ্দিন, বিআরডিবি কর্মকর্তা বজলুর রহমান, এএসআই গোলাম রসুল, জেলা জাসদের অর্থ সম্পাদক আব্দুল হান্নান মাহমুদ গাজী, বাহুবল উপজেলা কৃষকলীগ সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান, নবীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক এড. নাজমূল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাহমুদ চৌধুরী, উপজেলা জমিয়তের মাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদির হোসাইনী, বিশিষ্ট ব্যবসায়ী এরশাদ মিয়া, সফিকুর রহমান, সুহেল মিয়া, আওয়ামীলীগ নেতা আবুল হোসেন চঞ্চল, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র রায়, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মোশাহিদ আলম মুরাদ, উপজেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক বিষ্ণুপদ রায়, সাংগঠনিক সম্পাদক ফরহাদুজ্জামান মুহিত, দ্বিজেন্দ্র রায় মহাদেব, মোঃ আফজল হোসেন, বাউসা ইউপি আওয়ামীলীগের সভাপতি দিপ্তেন্দু দাশ গুপ্ত বিধু, সাধারণ সম্পাদক মোঃ হারুন মিয়া মেম্বার, বাউসা ইউপি বিএনপি সভাপতি কাউছার আহমদ, কৃষকলীগনেতা ডাঃ নিজামূল ইসলাম চৌধুরী, বিএনপি নেতা আব্দুল করিম মজিদ, নেতা ছালিক মিয়া, যুবলীগ নেতা আব্দুল বাছিত, কৃষকলীগ নেতা ইউপি মেম্বার ইমান আলী তালুকদার, মাহমুদ কোরাইশী, মোঃ সাজন মিয়া, যুক্তরাজ্য কমিউনিটি নেতা আবুল কালাম, মরহুমের প্রবাসী ছেলে আকিল মিয়া, শেখ ফজল মিয়া, ডাঃ শেখ রেজাউল করিম সজল (এমবিবিএস), সাবেক ব্র্যাক কর্মকর্তা তাজুল ইসলাম চৌধুরী হাসান, গজনাইপুর ইউপি কৃষকলীগের সভাপতি দিলাওর মিয়া মেম্বার, দেবপাড়া ইউপি কৃষকলীগ সভাপতি নজির মিয়া, নবীগঞ্জ সদর ইউপি কৃষকলীগ সভাপতি শেখ সজিদ মিয়া, মোঃ সিরাজ মিয়া, শাহ সিরাজ মিয়া, খালেদ আহমদ প্রমুখ। উপজেলা কৃষকলীগ সভাপতি শেখ শাহনূর আলম ছানু আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান।