Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শায়েস্তাগঞ্জে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ল ৮টি বসত ঘর

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলায় ভয়াবহ অগ্নিকান্ডে আটটি বসত ঘর পুড়ে প্রায় ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার য়তি হয়েছে। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দিবাগত রাত আড়াইয় শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান- রাতে প্রতিদিনের ন্যায় শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের লোকজন ঘুমিয়ে পড়েন। হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখে ও চিৎকার শোনে আশপাশের লোকজন দৌড়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। ততক্ষনে খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটা ইউনিট প্রায় আধা ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে ততক্ষণে শ্রীরামপুর গ্রামের সামছুল হক, নুরুল হক, সাবাজ মিয়া, চন্দু মিয়া, ফরিদ মিয়া, শাহিন মিয়া, আব্দুল আহাদ ও রাজন মিয়ার বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে নগদ টাকা, আসবাপত্র, স্বর্নালংকার, মুল্যবান কাগজপত্রসহ ৩০ লাখ টাকার মালামাল পুড়ে যায়। এ প্রসঙ্গে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মোহাম্মদ আরিফ আহমেদ বলেন- অগ্নিকা-ের খবর পেয়ে আমাদের দুটি ইউনিটের কর্মীরা প্রায় আধা ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে আটটি বসত ঘর পুড়ে যায়। তিনি বলেন- প্রাথমিক ভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন সূত্রপাত হয়েছে।