Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আজমিরীগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় জনপ্রতিনিধিদের দাবি ॥ কুশিয়ারার নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করুন

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে কুশিয়ারার কালনী নদীর তলদেশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন না করতে উপজেলা আইন-শৃঙ্খলা সভায় দাবি জানিয়েছে এলাকার জনপ্রতিনিধিগণ। জানা যায়, আজমিরীগঞ্জের কুশিয়ারার কালনী নদীর তলদেশ থেকে অবৈধভাবে ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলন করে বিক্রি করছে একাধিক অসাধুচক্র। গতকাল কুশিয়ারা নদী থেকে ড্রেজার মেশিনের পাইব ফিটিং করে উপজেলা পরিষদের সামনে মডেল মসজিদের মাটি বরাট করার জন্য একটি চক্র বালু উত্তোলন কাজ শুরু করেন। এ বিষয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় জোর প্রতিবাদ করেন উপস্থিত জনপ্রতিনিধি। উপজেলা প্রশাসন দফায় দফায় মাটি ও বালুখেকো চক্রের সদস্যদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদন্ড সহ বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়। এর পরও থেমে নেই মাটি ও বালু খেকোচক্রের অপতৎপরতা। সুযোগ পেলেই ওই চক্রের সদস্যরা তাদের অপকর্মে জড়িয়ে পড়ছে। নিয়মানুযায়ী চলমান নদীর তলদেশ থেকে ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলনের কোন বিধান নেই। তবে ভূগর্ভস্থ মাটি উত্তোলনের ক্ষেত্রে প্রতিফুট মাটি উত্তোলনের বিপরীতে সরকারি কোষাগারে নির্দিষ্ট হারে রয়েলিটি পরিশোধ করতে হয়। বেশ কিছুদিন পূর্বে কুশিয়ারার কালনী নদীর তলদেশ থেকে চোরাইভাবে ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর তীরের রাস্তা-ঘাট ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সম্প্রতি একটি বালু খেকোচক্র কুশিয়ারার কালনী নদীর তলদেশ থেকে বালু উত্তোলনের উদ্যোগ নিয়েছে। এরই প্রেক্ষিতে নদীর তীরে পাইপ স্তুপ করে রেখেছে। বিষয়টি এলাকার জনপ্রতিনিধি সহ অনেকেরই নজরে আসে। গতকাল সোমবার সকালে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সুলতানা সালেহা সুমি’র সভাপতিত্বে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় কুশিয়ারার কালনী নদীর তলদেশ থেকে অবৈধভাবে ড্রেজার মেশিনের মাধ্যমে বালু খেকোচক্রের বালু উত্তোলনের বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। ১নং আজমিরীগঞ্জ ইউপি চেয়ারম্যান আশরাফুল হোসেন মোবারুল, উপজেলা ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজিব, প্রেসক্লাব সভাপতি শেখ আমির হামজা ও কাকাইলছেও ইউপি’ প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম বাবুল কুশিয়ারার কালনী নদীর তলদেশ থেকে অবৈধভাবে ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলনের বিরোধীতা ও প্রতিবাদ করেন। এ ছাড়া অবৈধভাবে মাটি ও বালু বন্ধ করা সহ উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান।