Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে সিএনজি মালিক সমিতির স্ট্যান্ড ম্যানেজার পদে নির্বাচন সম্পন্ন

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে শান্তিপূর্ন পরিবেশে সিএনজি মালিক সমিতি লিমিটেড এর স্ট্যান্ড ম্যানেজার পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বড়বাজারস্থ সমিতির কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সিএনজি মালিক সমিতির উপদেষ্ঠা ও বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ¦ মোঃ জয়নাল আবেদীন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক হিসেবে নির্বাচন পরিচালনা করেন। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন সিএনজি মালিক সমিতির উপদেষ্ঠা এডভোকেট মুর্শেদুজ্জামান লুকু। নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন মহারতœাপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সঞ্জু দাশ, শাওন মহারতœ ও মিজানুর রহমান। নির্বাচন কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার, সিএনজি মালিক সমিতির সভাপতি ও ১নং উত্তর পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান খান, নন্দীপাড়ার সর্দার আলহাজ¦ আব্দুল আহাদ মিয়া, বানিয়াচংয়ের বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবন্দসহ সিএনজি মালিক সমিতির হবিগঞ্জ ও নতুনবাজার এর নেতৃবৃন্দ এবং বানিয়াচং থানার আইন শৃংখলা বাহিনীর সদস্যবৃন্দ। নির্বাচনে ১৭ জন প্রার্থী অংশ গ্রহন করেন। তন্মধ্যে ৪ জন স্ট্যান্ড ম্যানেজার হিসেবে নির্বাচিত হন। তারা হলেন সাজিরুল ইসলাম (প্রাপ্ত ভোট ৯৩), জাবেদ মিয়া (প্রাপ্ত ভোট ৪৯), মাজহারুল ইসলাম পারভেজ (প্রাপ্ত ভোট ৪৭) এবং ফাহাদ মিয়া (প্রাপ্ত ভোট ৪৬)। মোট ভোটার সংখ্যা ছিল ১শ ৩৯ জন, তন্মধ্যে ভোট দিয়েছেন ১শ ৩৬জন। বাতিল হয়েছে ১টি। এ বিষয়ে সিএনজি মালিক সমিতির সভাপতি মিজানুর রহমান খান সাংবাদিকদের বলেন, যাত্রীদের সর্বোচ্চ সেবা দিতে সিএনজি মালিক সমিতি বদ্ধপরিকর। নির্বাচিত স্ট্যান্ড ম্যানেজারগণ এ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।