Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের বাউসা ইউনিয়নে টিসিবির পন্য বিতরণ

নবীগঞ্জ প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আসন্ন রমজান উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় পণ্যেও মূল্য সহনীয় পর্যায়ে রাখতে সারাদেশে ১ কোটি উপকারভোগীদের মাধ্যে টিসিবি’র পণ্য সামগ্রী বিক্রয় করা হয়। উক্ত কার্যক্রমের অংশ হিসেবে, নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নে টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন করেন অত্র ইউনিয়নর চেয়ারম্যান হাজী শেখ ছাদিকুর রহমান শিশু। প্রতিটি কার্ডধারীকে ৫৫ টাকা দরে ২ কেজি চিনি, ৬৫ টাকা দরে ২ কেজি মসুরের ডাল, ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল মোট ৪৬০ টাকায় ৬ কেজি পণ্য দেয়া হয়। এতে স্থানীয় জনসাধারণের মধ্যে খুশির আমেজ বিরাজ করছে। গতকাল (৩০ মার্চ) জনসাধারণের মাঝে বাউসা ইউপি চেয়ারম্যান হাজী শেখ সাদিকুর রহমান শিশু, নিজে উপস্থিত থেকে নিজস্ব তত্ত্ববধানে, ফ্যামিলি কার্ডের মাধ্যমে এই টিসিবি’র পণ্য বিতরণ করেন। টিসিবি’র পণ্য বিতরণ প্রসঙ্গে, বাউসা ইউনিয়নের চেয়ারম্যান হাজী শেখ ছাদিকুর রহমান শিশু বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে টিসিবির পণ্য বিক্রি চলছে। আমরা সুষ্ঠ সুন্দর ভাবে ফ্যামিলি কার্ড এর মাধ্যমে ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে টিসিবি’র পণ্য বিতরণ করছি।
এদিকে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম তদারকিতে সরাসরি উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার জহিরুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, জাহাঙ্গীর আলম, ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা (গোপলার বাজার) শেখ বদরুল আলম। এছাড়াও অত্র ইউনিয়নের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত কার্যক্রম পরিচালনায়, সার্বিক সহযোগিতার জন্য নবীগঞ্জ থানা পুলিশ এবং ইউনিয়নের সচেতন নাগরিকবৃন্দ-কে প্রতি ধন্যবাদ জানান।