Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে কর্মী সভায় সাবেক এমপি বাবু ॥ একমাত্র জাতীয় পার্টি এদেশের মানুষকে নিরাপদে রাখতে পারে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির কর্মী সভা গতকাল সোমবার (২৮মার্চ) দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে। কর্মী সভায় প্রধান অতিথি’র বক্তব্যে জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক সাবেক এমপি এম এ মুনিম চৌধুরী বাবু বলেন, দেশে এখন হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খ্রিস্টান সহ কোন ধর্মের মানুষ নিরাপদে নেই। সকল ধর্মের মানুষ এখন চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। আজ আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, এই দুই দলের কাছে কেউ নিরাপদ নেই। একমাত্র জাতীয় পার্টি এদেশের মানুষকে নিরাপদে রাখতে পারে। তাই আমরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিটি ইউনিয়ন-ওয়ার্ডে, গ্রাম-গঞ্জে পাড়া-মহল্লায় জাতীয় পার্টির দূর্গ গড়ে তুলতে হবে। জাতীয় পার্টি আগামী জাতীয় নির্বাচনে দল থেকে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তাই সামনে আমাদের সুদিন আসছে। জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য, হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক, জাতীয় কৃষক পার্টির কেন্দ্রীয় সহ-সভাপতি লায়ন প্রকৌশলী এম এ মুমিন চৌধুরী বুলবুল এর সভাপতিত্বে ও শুরুতে পবিত্র ক্বোরআন তেলাওয়াত করেন জেলা জাপানেতা ফরিদ মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জুর, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি কেন্দ্রীয় সহ-সভাপতি জালাল উদ্দীন খান, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় যুবসংহতির কেন্দ্রীয় সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজল আহমেদ, জেলা জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন আহমেদ বাবুল, জাতীয় যুবসংহতির আহ্বায়ক এডঃ শিবলী খায়ের, কৃষক পার্টির সভাপতি গাজী মিছবাহ উদ্দিন, সৈনিক পার্টি সভাপতি আবু তালেব, কৃষক পার্টির সাধারণ সম্পাদক জালাল উদ্দীন আহমেদ, শায়েস্তাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুস সালাম মেম্বার, লাখাই উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক নোমান মোল্লা,তরুন পার্টির সদস্য সচিব সাবউদ্দিন আখঞ্জি, জাপানেতা আবু বকর, নাসির উদ্দীন নাসু, সুহেল রানা, ফয়জুল ইসলাম দিনু, রকিব আহমেদ, আব্দুস সালাম, রাজিব চৌধুরী, আবুল ফজল, তাহির মিয়া, আজগর মিয়া, নঈম উল্ল্যা,মহরম আলী, চান্দ আলী, সাবেক মেম্বার রইছ আলী, আরজু মিয়া প্রমুখ। কর্মী সভায় ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক এর মতামতের ভিত্তিতে কাজল আহমেদকে আহ্বায়ক, আফরোজ মিয়া, মহরম আলী, সাবেক মেম্বার চান্দ আলী, আজগর আলী, নঈম উল্ল্যা কে যুগ্ম আহ্বায়ক ও আবু তাহের কে সদস্য সচিব করে ৭১ সদস্য বিশিষ্ট হবিগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।