Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জ উপজেলায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা প্রশাসন বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজনের মাধ্যমে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালন করেছেন। সুর্য্য উদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে এবং ভোর ৬. ৩০ মিনিটের সময় স্থানীয় পৌর স্মৃতিসৌধে পুস্পমাল্য অপর্ণের মাধ্যমে দিবসটি সূচনা হয়। সকাল সাড়ে ৮ টায় নবীগঞ্জ জেকে হাইস্কুল মাঠে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম। সভাপতি উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন ও থানার অফিসার ইনর্চাজ মোঃ ডালিম আহমদ আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা বেলুন উড়িয়ে দিনের কর্মসুচীর শুভ উদ্বোধন করেন। এছাড়া জাতীয় পতাকা উত্তোলনের সময় জাতীয় সংগীত পরিবেশন এবং মাইক বিভ্রাটের কারনে অনুষ্ঠান মঞ্চে উপস্থিতিদের মাঝে বিরুপ প্রতিক্রিয়া দেখা দেয়। কুচকাওয়াজে অংশ গ্রহন করেন পুলিশ, আনসার ভিডিপি, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরাসহ স্কাউট দল। পরে শিক্ষার্থীরা যেমন খুশি তেমন সাজোঁ ডিসপ্লে প্রদর্শন করেন। পরে উপজেলা পরিষদ মাঠে আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। পরে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। পুস্পমাল্য অর্পণ করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ আওয়ামীলীগ, সহযোগী সংগঠন, বিএনপি, আনসার ভিডিপি, প্রেসক্লাব, যুবলীগ, ছাত্রলীগ, বাংলাদেশ কেমিষ্ট এন্ড ডাগিষ্ট সমিতি, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়া উপজেলা আওয়ামীলীগ বঙ্গবন্ধুর প্রতীককৃতিতে পুস্পমাল্য অর্পণ এবং বাদ আছর জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্টিত হয়। অনুষ্ঠান মালায় অংশ গ্রহন করেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, যুগ্ম সম্পাদক এড. মুজিবুর রহমান কাজল, কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, শাহ রিজভী আহমদ খালেদ, জেলা পরিষদ সদস্য আব্দুল মালিক, সাবেক প্যানেল মেয়র-১ ও আওয়ামীলীগ নেতা এটিএম সালাম, গৌতম রায়, ওহি দেওয়ান চৌধুরী, যুবলীগের যুগ্ম আহ্বায়ক লোকমান খান, রাব্বি চৌধুরী মাক্কু, শৈলেন চন্দ্র দাশ, গৌতম চন্দ্র দাশ, ফারুক আহমদ, ছাত্রলীগ সভাপতি শাহ ফয়সল তালুকদার, সাধারন সম্পাদক মাহবুবুর রহমান রাজু প্রমূখ।