Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ এলায়েন্স লুটন ইউকের উপদেষ্ঠা সৈয়দ আনোয়ার হোসেনের ইন্তেকাল ॥ বিভিন্ন মহলের শোক

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ এলায়েন্স লুটন ইউকের উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক সৈয়দ আনোয়ার হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন। গত বুধবার ২৩ মার্চ বাহুবল উপজেলার চন্ডচড়ি গ্রামের (সাহেব বাড়ি) নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন। সাথে সাথে সিলেটের একটি হাসপাতাল নেয়ার পথে তিনি ইন্তেকাল করেন।
ইংল্যান্ডের লুটন শহরে বসবাসরত সৈয়দ আনোয়ার হোসেন গত শনিবার ১৯ মার্চ স্ত্রী এবং কন্যাসহ দেশে বেড়াতে আসেন। তিনি গ্রামের বাড়ি চন্ডচড়িতেই অবস্থান করছিলেন। দেশে আসার ৩দিন পরই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।
সৈয়দ আনোয়ার হোসেন এর মৃত্যুতে হবিগঞ্জ এলায়েন্স লুটন ইউকে এর পক্ষ থেকে উনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ এলায়েন্স লুটন ইউকে এর সভাপতি ফজিলত আলী খান ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন চৌধুরী হিরু। এ বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
অপর এক বিবৃতিতে বৃন্দাবন কলেজ এলামনাই এসোসিয়েশন ইউকে এর প্রেসিডেন্ট অলিউর রহমান অলি এক বিবৃতিতে হবিগঞ্জ এলায়েন্স লুটন ইউকে এর উপদেষ্ঠা সৈয়দ আনোয়ার হোসেন এর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
এদিকে বিশিষ্ট সমাজ সেবক সৈয়দ আনোয়ার হোসেন এর মৃত্যুর খবর পাওয়ার সাথে লুটন শহর সহ ইংল্যান্ডে বাংলাদেশী প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। ২৩মার্চ বুধবারই হবিগঞ্জ এলায়েন্স লুটন এর উদ্যোগে ফজিলত খানের সভাপতিত্বে স্থানীয় লুটন সিওয়াইসিডিতে তাৎক্ষনিক এক শোকসভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র উপদেষ্টা হান্নান চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মান্নান চৌধুরী, সহ-সভাতি সৈয়দ দেলোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ সফিউল আলম সজল, সাংগঠনিক সম্পাদক আব্বাস-উদ্দীন সহ সদসবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সংগঠনের উপদেষ্টা সৈয়দ আনোয়ার হোসনের আকস্মিক মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করা হয়। পরে মরহুম সৈয়দ আনোয়ার হোসেনের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।