Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে দুর্বৃত্তের দেয়া আগুণে বসতঘর পুড়ে ছাই

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় এক অসহায় দিনমুজুর পরিবারের ঘর-বাড়ি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ফলে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে পরিবারটি। বুধবার (২৩ মার্চ) দিবাগত গভীর রাতে উপজেলার কুর্শি ইউনিয়নের বেরীগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়- বুধবার রাতে প্রতিদিনের ন্যায় উপজেলার কুর্শি ইউনিয়নের বেরীগাঁও গ্রামের ছফি মিয়া অন্ধ স্ত্রী ও সন্তানদেরকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। হঠাৎ আগুণের লেলিহান শিখার তাপে ঘুম ভাঙে দিন মুজুর ছফি মিয়া ও তার পরিবারের লোকজনের। পরে ঘর থেকে বের হতে চাইলে বাহির থেকে দুর্বৃত্তরা দরজা বেঁধে রাখার ফলে দরজা দিয়ে অন্ধ স্ত্রী ও সন্তানদের নিয়ে বের হতে প্রাণপন চেষ্টা করেন। এক পর্যায়ে ঘরের বেড়া ভেঙে ঘর থেকে বের হয়ে আসেন তারা। এ সময় তাদের আত্ম-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলেও ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় বসত ঘরে থাকা ১৭টি মোরগ, ১০টি হাঁস ও নগদ ১০ হাজার টাকাসহ ঘরের আসবাবপত্র, ছাই হয়ে যায় বসত ঘরটি। পরে এলাকাবাসী ৯৯৯ কল দিলে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ভুক্তভোগী ছফি মিয়ার অভিযোগ- আমি অসহায় মানুষ, দিন আনি দিন খাই, অন্যের জায়গায় ঘর বানিয়ে বসবাস করে আসছিলাম, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন হত্যার উদ্দেশ্যে বাহিরের দিকে দরজা বেঁধে আমার ঘরে আগুন দেয়, আমি আমার অন্ধ স্ত্রী ও সন্তানদের নিয়ে বের হওয়ার জন্য প্রাণপন চেষ্টা করে ভাগ্যক্রমে বেঁচে যাই, বের হওয়ার পর কয়েকজনকে দৌড়ে যেতে দেখেছি। এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ বলেন- ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন বলেন- আগুণে বসতঘর পুড়ে গেছে বিষয়টি জেনেছি, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহযোগীতা করা হবে।