Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মহানবী (সঃ) কে কটাক্ষকারী ইকরাম বাজারের শ্রীকান্তের বিরুদ্ধে থানায় মামলা দায়ের

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মহানবী (সঃ) কে কটাক্ষকারী বানিয়াচং উপজেলার ইকরাম বাজারের কিশোর টেলিকমের মালিক বাল্লা গবিন্দপুর গ্রামের ধীনের চন্দ দাশের পুত্র শ্রীকান্ত চন্দ্র দাশের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১০/১৫ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। গতকাল বানিয়াচং থানায় তথ্য প্রযুক্তি সংশোধন আইন ২০১৩ এর ৫৭ ধারায় ফেইসবুকে আইডি তৈরী করে মিথ্য ও অশ্লীল মন্তব্য করে ধর্মীয় অনূভূতিতে আঘাতসহ উস্কানীর অপরাধে এ মামলাটি দায়ের করা হয় (মামলা নং-১০,তারিখ-১০/৭/১৪)। ইকরাম গ্রামের ধর্মপ্রাণ মুসলমানদের পক্ষে মামলার বাদী হয়েছেন ইকরাম গ্রামের মুখলেছুর রহমান এর ছেলে মোঃ মোস্তফা কামাল (এসিয়ান)। মামলাটির তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে বানিয়াচং থানার এসআই আব্দুস সহিদকে। এদিকে মামলা দায়ের পরপরই দায়িত্ব প্রাপ্ত অফিসার এসআই শহীদ এ সংক্রান্ত বিষয়ে তদন্ত শুরু করেছেন বলে এ প্রতিনিধিকে জানান। এ দিকে গ্রেফতারকৃত শ্রীকান্ত দাশকে আদালত হাজির করা হলে বিজ্ঞ আদালত জামিন না-মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছেন।