Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মেয়র আতাউর রহমান সেলিমের উদ্যোগে শহরে বাইপাস সড়কের পাশে আবর্জনার স্তুপের আগুন নেভানো হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের আধুনিক ষ্টেডিয়াম এলাকায় বাইপাস সড়কের পাশে আবর্জনার স্তুপের আগুন নেভানো হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে আগুনের ধোয়া চারিদিকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে তাৎক্ষনিক ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান। বিকেলে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল আগুন নেভানোর কাজ শুরু করে। অনেকক্ষন চেষ্টার পর রাতে আগুন নিয়ন্ত্রনে আসে। মেয়র আতাউর রহমান সেলিম বলেন, ‘বারবার আমরা ফায়ার সার্ভিসের মাধ্যমে আগুন নেভানোর কাজ করলেও কে বা কারা এই আগুন লাগায় তা নির্নয় করা যাচ্ছে না। এটা অত্যন্ত দুঃখের ব্যাপার যে এই আগুন লাগার কারনে এলাকাবাসী খুবই কষ্ট ভোগ করছেন। আমরা পৌরসভার পক্ষ হতে এর আগে কারা আগুন লাগায় তার সন্ধান চেয়েছি। মাইকিং করেছি। কিন্তু কোন সন্ধান পাইনি। এ ছাড়াও পৌর পরিষদের মাসিক সভায় এ নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা হয়েছে।’ মেয়র এলাকাবাসীর প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ‘আবর্জনার স্তুপে আগুন লাগার এমন কোন তথ্য পেলে দয়া করে পৌর কর্তৃপক্ষকে অবহিত করুন। আমরা আইনানুগ ব্যবস্থা নেবো। ’মেয়র আতাউর রহমান সেলিম বলেন, ‘পৌরসভার সুনাম ক্ষুন্ন করতে কোন মহল এই আগুন লাগিয়ে থাকতে পারে। ’তিনি বলেন, ‘ইতিপূর্বে যখনই হবিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষকে চিঠি দেয়া হয়েছে তখনই তারা আগুন নেভাতে কার্যকরী পদক্ষেপ নিয়েছেন। ’তিনি বারবার আগুন নেভাতে অক্লান্ত পরিশ্রম করায় ফায়ার সার্ভিসের কর্তৃপক্ষ ও সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান।