Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

পুলিশ সদস্যের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা ॥ তদন্তের নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে পুলিশ সদস্যের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা দায়ের করা হয়েছে। সদর উপজেলার উত্তর সুলতানশী গ্রামের আবুল ফজলের কন্যা সাজেদা খাতুন শান্তা (২৫) বাদি হয়ে ১৪ মার্চ বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালতে মামলাটি দায়ের করেন। পইল ইউনিয়নের হাতিরথান গ্রামের খুর্শেদ আলীর পুত্র পুলিশ কনষ্টেবল সুমন মিয়া (৩০) এর বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। বিচারক মামলা আমলে নিয়ে হবিগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) দৌস মোহাম্মদকে তদন্ত করার নির্দেশনা দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ৩ নভেম্বর ৫ লাখ টাকা দেনমোহরে সুমনের সাথে শান্তার আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই সুমন যৌতুকের জন্য শান্তাকে বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করে। দাম্পত্য জীবনে তাদের কোলজুড়ে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে। শান্তা সুমন ও তার পরিবারের নির্যাতন সহ্য করে সংসার করে। গত ১ মার্চ পুনরায় সুমন ও তার পরিবারের লোকজন যৌতুকের জন্য শান্তাকে নির্যাতন করে। এতে শান্তা পিত্রলয়ে চলে যায়। পরে তার পিতা তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা করায় এবং গত সোমবার মামলা দায়ের করা হয়। সুমন সিলেট এসএমপিতে কর্মরত আছে। এ বিষয়ে ওসি (তদন্ত) দৌস মোহাম্মদ জানান, বিষয়টি শুনেছি। তবে এখনো কাগজপত্র পাইনি। পাওয়ার পর ব্যবস্থা নেয়া হবে।