Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে দীর্ঘদিন পর মাঠে সক্রিয় আ’লীগ-বিএনপি ॥ উচ্ছ্বাসিত উভয় দলীয় নেতাকর্মীরা

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ দুপুর গড়িয়ে বিকেল হয়েছে মাত্র। মাগরিবের আজানের বেশকিছু সময় বাকি নবীগঞ্জ উপজেলায় দেশের অন্যতম দুইটি রাজনৈতিক দলের সমাবেশ ও কর্মসূচি চলছে। উভয় দলের রাজনৈতিক নেতাকর্মী রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে ব্যস্ত। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কারণে কোনো ধরনে অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয় কর্মসূচি। তবে বিএনপি কর্মসূচি পালনে পুলিশি বাঁধার অভিযোগ তুলেছে। শনিবার (১২ মার্চ) বিকেল নবীগঞ্জ শহরের জে,কে মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা ও নবীগঞ্জ শহরের বিভিন্ন পয়েন্টে বিএনপি লিফলেট বিতরণ করে। জানা যায়- দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। নবীগঞ্জ উপজেলায় দীর্ঘদিন ধরে দুটি রাজনৈতিক দলের কার্যক্রম ছিল নিশ্চুপ। বিশেষ দিবস ছাড়া আওয়ামী লীগের কর্মসূচি হয়নি দীর্ঘদিন ধরে। তবে বিশেষ দিবসগুলোতে চোখে পড়ার মতো ছিলনা বিএনপির কর্মসূচি। একটানা দীর্ঘ বিরতির পর আবারও নবীগঞ্জের মাঠে সক্রিয় আওয়ামী লীগ-বিএনপি। শনিবার বিকেলে পূর্বনির্ধারিত নবীগঞ্জ শহরের জে.কে মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিশেষ বর্ধিত সভার কার্যক্রম পুরোদমে শুরু হয়। সভায়- প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। প্রধান বক্তা ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরীসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীরা। অন্যদিকে ঠিক ওই সময়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধগতির প্রতিবাদে পূর্বনির্ধারিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নবীগঞ্জ শহরে লিফলেট বিতরণ করে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি। নবীগঞ্জ শহরের হাসপাতাল সড়ক থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে লিফলেট বিতরণ শুরু করেন হবিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ সুজাত মিয়া। এ সময় মধ্যবাজার হয়ে আওয়ামী লীগের সভাস্থলের সামনের রাস্তা প্রদক্ষিণ করে থানা পয়েন্টে লিফলেট বিতরণ করে বিএনপি। পরে নতুন বাজার মোড়ে লিফলেট বিতরণ করতে গেলে নবীগঞ্জ থানার একদল পুলিশ বাঁধা দেয়। এতে বিএনপির কর্মসূচি সেখানেই প-ু হয়ে যায়। পৃথক দুটি রাজনৈতিক দলের আলাদা আলাদা কর্মসূচিতে উভয় দলের নেতাকর্মীরা ছিলেন উচ্ছ্বাসিত। আওয়ামী লীগের বর্ধিত সভায় খোদ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী নবীগঞ্জে দীর্ঘদিন পর আওয়ামী লীগের এমন সভায় উপস্থিত হয়েছেন বলে মন্তব্য করেন। দুর দুরান্ত থেকে উপস্থিত হওয়ায় কৃতজ্ঞতা জানান তৃণমূলের নেতাকর্মীদের প্রতি। কর্মসূচি পালনে পুলিশি বাঁধা প্রসঙ্গে হবিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ সুজাত মিয়া অভিযোগ করে বলেন- বাজারে প্রতিটি পণ্যের দাম আকাশচুম্বি, বাজার নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ, বিএনপি সরকারের আমলে অনেক স্বল্প মূল্যে মানুষ দ্রব্য পণ্য ক্রয় করতে পেরেছে কিন্তু বর্তমান সময়ে আওয়ামী লীগ দেশকে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করে লুটেপুটে খাচ্ছে। তিনি বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাঁধা দিয়েছে, বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে সরকার এখন বিএনপি দমনে ব্যস্ত। এ প্রসঙ্গে জানতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- বিএনপির লিফলেট বিতরণে পুলিশ বাঁধা দেয়নি, বলা হয়েছে দ্রুত যাতে কর্মসূচি শেষ করা হয়।