Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হবিগঞ্জ শাখার কাউন্সিল সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি ॥ গত ৩ মার্চ বৃহস্পতিবার সকাল ১০টায় স্থানীয় হবিগঞ্জ প্রেসক্লাবে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলা কাউন্সিল সভাপতি অধ্যক্ষ মাওলানা গোলাম সরওয়ার আলমের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম বি.এসসি এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কোরান তেলাওয়াত করেন শামসুজ্জামান আল কাদেরী, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম পরিবেশন করেন মাওলানা মুজিবুর রহমান, দলীয় সংগীত পরিবেশন করেন মাওলানা মোশাহিদুল ইসলাম।
জেলা কাউন্সিল উদ্বোধন করেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত ইউ.এস.এ সেন্ট্রাল কমিটির সম্মানিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাওলানা মোহাম্মদ আতাউর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পর্ষদ এর সাংগঠনিক সচিব মাওলানা সৈয়দ মোজাফফর আহমদ মোজাদ্দেদী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পর্ষদ এর সাংগঠনিক সচিব মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী, শ্রম ও কৃষি বিষয়ক সচিব মাওলানা শাহজালাল আহমদ আখঞ্জি। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চন্দনাইশ উপজেলা শাখার সম্মানিত সহ-সভাপতি চন্দনাইশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান মাওলানা সোলায়মান ফারুকী, কেন্দ্রীয় সদস্য মাওলানা শহিদুল ইসলাম, জেলা শাখার সম্মানিত উপদেষ্টা সাবেক অধ্যক্ষ এ টি এম রেজাউল কবির, অধ্যক্ষ এ কে আফছার আহমদ তালুকদার, মাওলানা মহিউদ্দিন নঈমী, শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য বঙ্গবন্ধু সাহিত্য ও গবেষনা কেন্দ্র থেকে ১ম স্থান অধিকার করে সনদপত্র গ্রহণ কারী করাব রহমানিয়া আলিয় মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সাধারণ সম্পাদক হাসান মুরাদ পারভেজ। আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হবিগঞ্জ জেলা শাখার সম্মানিত সহ-সভাপতি মাওলানা আজিজুল ইসলাম খান, সহ-সভাপতি মাওলানা কাজী ছাইফুল মোস্তফা, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি তাহির উদ্দীন সিদ্দিকী, স্বাস্থ্য ও চিকিৎসা সম্পাদক ডাঃ মাওলানা আব্দুল কাদির বিপ্লবী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট শায়েস্তাগঞ্জ পৌর শাখার সম্মানিত সভাপতি অধ্যক্ষ মাওলানা শাহাবুদ্দীন আহমদ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল আলম সিরাজী, চুনারুঘাট পৌর শাখার সম্মানিত সভাপতি মাওলানা আব্দুস সালাম, বানিয়াচং উপজেলার সহ-সভাপতি মোহাম্মদ মলাই মিয়া, নবীগঞ্জ উপজেলার সভাপতি ক্বারী মাওলানা আব্দুল আলীম, লাখাই উপজেলার সাধারণ সম্পাদক মোঃ রাশেদ মিয়া, সদর উপজেলার পক্ষে মাওলানা মোহাম্মদ খাইরুদ্দীন, চুনারুঘাট উপজেলার সভাপতি মাওলানা ইয়াকুত মিয়া, শায়েস্তাগঞ্জ উপজেলার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম মিয়া, বাহুবল উপজেলার সহ-সাধারণ সম্পাদক মাওলানা ফারুক মিয়া, বাংলাদেশ ইসলামী যুবসেনা সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব ও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার জেলা শাখার সভাপতি সৈয়দ মোহাম্মদ আলী বশনী প্রমূখ।
আলোচনা সভা শেষে ৪১ সদস্য বিশিষ্ট হবিগঞ্জ জেলা ইসলামী ফ্রন্টের কার্যকরি কমিটি গঠন করা হয়। কমিটির নেতৃবৃন্দরা হলেন- সভাপতি অধ্যক্ষ মাওলানা গোলাম সরওয়ার আলম, সহ-সভাপতি মাওলানা আজিজুল ইসলাম খান, মাওলানা কাজী আবুল খায়ের শানু, মাওলানা কাজী ছাইফুল মোস্তফা, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম বি.এসসি, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসাইন, মোহাম্মদ আব্দুল ওয়াহেদ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি তাহির উদ্দীন সিদ্দিকী, সহ-সাংগঠনিক মোহাম্মদ ইদ্রিছ আলী চৌধুরী, হাফেজ এবাদুল হক চৌধুরী, অর্থ সম্পাদক মাওলানা শেখ মোঃ খাইরুদ্দীন, দপ্তর সম্পাদক মোহাম্মদ আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক মাওলানা হারুনুর রশীদ, প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, আইন বিষয়ক সম্পাদক সৈয়দ বদিউজ্জামান ফয়ছল, শ্রম ও কৃষি বিষয়ক সম্পাদক মোহাম্মদ সেলিম মিয়া (অবঃ সার্জেন্ট), সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা কাজী আব্দুল কাইয়ূম, শিল্প ও বাণিজ্য সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান মিজান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাওলানা মোহাম্মদ ফজলুর রহমান, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক প্রভাষক মোহাম্মদ হুমায়ুন কবির, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক প্রভাষক মোহাম্মদ আব্দুল মালেক, স্বাস্থ্য ও চিকিৎসা সম্পাদক ডাঃ শেখ মোহাম্মদ ফারুক মিয়া, ছাত্র বিষয়ক সম্পাদক কাউছার আহমদ রুবেল, মহিলা বিষয়ক সম্পাদিকা সেলিনা আক্তার লাকী, নির্বাহী সদস্য প্রভাষক মাওলানা শহীদুল ইসলাম, মাওলানা মুছলিম খান।
সদস্য- মাওলানা আব্দুর রাজ্জাক, ক্বারী মাওলানা আব্দুল আলীম, কাজী আব্দুল আউয়াল মামুন, কাজী আব্দুল হাই, হাফেজ আমিনুল হক, শায়ের আব্দুর রহমান, মোহাম্মদ আনোয়ার হোসেন, মাওলানা ফারুক আহমদ, মাওলানা জাফরান আহমদ, মোহাম্মদ মলাই মিয়া, মোহাম্মদ রাশেদ মিয়া, মোহাম্মদ আব্দুল মোমিন রেজভী প্রমূখ।