Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

কথিত সোর্স জসিম ডাকাতসহ ৪ জন কারাগারে ॥ ইয়াবা উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে দীর্ঘদিন ধরে পুলিশের সোর্স পরিচয়ে জসিম নামের এক মাদক ব্যবসায়ী মাদক বিক্রি করে যুবসমাজ ধ্বংস করে দিচ্ছে। সে বিভিন্ন ফ্ল্যাট ভাড়া নিয়ে অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। বিষয়টি স্থানীয়রা পুলিশ সুপারকে জানালে তার নির্দেশে ডিবির এসআই অভিজিৎ ভৌমিকসহ একদল পুলিশ পুরান মুন্সেফী এলাকায় অভিযান চালিয়ে ২৭০ পিস ইয়াবাসহ হরিপুর গ্রামের আলী হোসেনের পুত্র সুমন মিয়া (২৬), উমেদনগর দক্ষিণ হাটির মৃত আব্দুল কালামের পুত্র সাজন (২৭), উমেদনগর পুরান হাটির তৈয়ব আলীর পুত্র মান্না ওরপে মুন্না (২৮), নোয়াবাদ এলাকার মৃত আব্দুল করিম ওরফে আলমের পুত্র পুলিশের কতিথ সোর্স জসিম মিয়া (২৮) কে আটক করে। এ সময় তাদের কাছ থেকে উল্লেখিত ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকা জব্দ করা হয়। ভুক্তভোগীরা অভিযোগ করেন, জসিম এক সময় ডাকাত ও চোরের সরদার ছিলো। কিন্তু পুলিশ তাকে সোর্স হিসেবে ব্যবহার করে। এ সুযোগ কাজে লাগিয়ে শূন্য থেকে লাখ লাখ টাকার মালিক হয়ে যায়। বিভিন্ন সময় মোটর সাইকেল যোগে পুলিশের ভয়ভীতি দেখিয়ে মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিতো। অভিযোগ দিয়েও তার কোন প্রতিকার পেতো না মানুষ। অবশেষে পুলিশ সুপারের কাছে তারা অভিযোগ দিলে গত শুক্রবার ৪ মার্চ সকালে গোপন সংবাদে খবর পেয়ে ওই এলাকার বাবুল মিয়ার দোকানের সামনে থেকে তাদের আটক করে ডিবি পুলিশ। পরে মামলা দিয়ে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।