Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ পৌরসভায় মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত সিলেট অঞ্চলের ২০টি পৌরসভার প্রতিনিধিদের অংশগ্রহন

স্টাফ রিপোর্টার ॥ ২০৩০ সালের মধ্যে শহরকে স্থিতিস্তাপক করা বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে হবিগঞ্জ পৌরসভায়। জাতিসংঘের দুর্যোগ ঝুকি হ্রাস বিভাগের গৃহীত কর্মসূচীর অংশ হিসেবে মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ, ম্যাব এর ব্যবস্থাপনায় হবিগঞ্জ পৌরসভা এ কর্মশালার আয়োজন করে। হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ, ম্যাব এর কেন্দ্রীয়সহ-সভাপতি ও মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মানিক। কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট অঞ্চলের ২০টি পৌরসভা থেকে আগত সচিব, নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, হবিগঞ্জ পৌরসভার কর্মকর্তা- কর্মচারী এবং বিভিন্ন পৌরসভার প্রতিনিধিগণ। জাতিসংঘের উদ্যোগে বিশ্বের সকল সিটিতে ২০৩০ সালের মধ্যে দূর্যোগ ঝুঁকি হ্রাস ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলার বিষয়ে কর্মশালা পরিচালিত হয়। কর্মশালার ট্রেনিং সেশন পরিচালনা করেন এমসিআর ২০৩০ বাংলাদেশের কনসালটেন্ট এস এম আব্দুর রউফ। সঞ্চালনায় ছিলেন ইউএনডিআরআর এর সিলেট অঞ্চলের মাস্টার ট্রেইনার মোঃ জাবেদ ইকবাল।