Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জের বিশিষ্ট আইনজীবি পন্ডিত আব্দুল করিম আখঞ্জীর মৃত্যুবার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার ॥ আজ ৩ মার্চ হবিগঞ্জের বিশিষ্ট আইনজীবি অ্যাডভোকেট মরহুম আলহাজ্ব পন্ডিত আব্দুল করিম আখঞ্জীর ৮ম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে শহরের কলেজ কোয়ার্টারের বাসায় পরিবারের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়াও মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুম আব্দুল করিম আখঞ্জী তার সহ-ধর্মীনি মরহুমা আলহাজ্ব মাহমুদা খানম আখঞ্জীর স্মৃতি স্মরণে করিম-মাহমুদা ফাউন্ডেশন গঠন করা হয়েছে। মরহুমের নিজ এলাকা বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়য় কমপ্লেক্স প্রাঙ্গণে আজ আড়াই সময় এক অনড়ম্বনা অনুষ্ঠানের মাধ্যমে ফাউন্ডেশনের আত্মপ্রকাশ হবে। অনুষ্ঠানে ফাউন্ডেশনের পক্ষ থেকে এলাকার দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রধান করা হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রতিনিধি, উচ্চ পদস্থ সাবেক সরকারি কর্মকর্তা, বিশিষ্ট সাংবাদিক, লেখক, আইনজীবি, শিক্ষকসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। উক্ত অনুষ্ঠানে সভাপতি করবেন মরহুম আব্দুল করিম আখঞ্জীর বড় ছেলে করিম-মাহমুদা ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট মাসুদ করিম আখঞ্জী তাপস। অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে রয়েছেন মরহুমের ছোট ছেলে ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক ফেরদৌস করিম আখঞ্জী। অনুষ্ঠান পরিচালনা করবেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাংবাদিক এসএম সুরুজ আলী। উক্ত অনুষ্ঠানে সকলকেই উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছে করিম-মাহমুদা ফাউন্ডেশন। উল্লেখ্য, মরহুম অ্যাডভোকেট পন্ডিত আব্দুল করিম আখঞ্জী ১৯৪৩ সালের ১০ জুলাই বানিয়াচং উপজেলার আতুকুড়া গ্রামে জন্মগ্রহন করেন। তার বাবার নাম মরহুম আব্দুস ছাত্তার আখঞ্জী ও মা ভানু বিবি। তিনি ১৯৬১ সালে হবিগঞ্জ জেকে এন্ড এইচকে উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও পরবর্তীতে সময়ে হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ থেকে এইচএসসি ও ¯œাতক পাশ করে প্রথমে লাখাইয়ের রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। পরে তিনি জেকে এন্ড এইচকে উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। তিনি ১৯৮০ সালে এলএলবি পাশ করে আইন পেশার সাথে যুক্ত হন। পরবর্তীতে ১৯৯৮ সাল কাব্যতীর্থ উপর পন্ডিত ডিগ্রী অর্জন করেন। তিনি ৩২ বছর ৫ মাস আইন পেশার সাথে জড়িত ছিলেন। তিনি ২০১৪ সালের ৩ মার্চ রাত সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ৪ কন্যা সন্তান রেখে যান। তার সন্তান আজ দেশ বিদেশে কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত।